Guillain Barre Syndrome update: বিরল রোগ হয়েও পুণেতে ভয় ধরাচ্ছে গুলেইন বারি! কী থেকে সংক্রমণ, খুঁজে পেল স্বাস্থ্য দফতর?
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
প্রাথমিক অনুসন্ধানে এখনও পর্যন্ত জানা গিয়েছে, পুণে শহরের নির্দিষ্ট কয়েকটি এলাকার মধ্যেই এই রোগের প্রকোপ সীমাবদ্ধ রয়েছে৷
পুণে: মহারাষ্ট্রের পুণের একাংশে ক্রমশই ভয়াল রূপ নিচ্ছে গুলেইন বারি সিন্ড্রোম৷ ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১১০-এ পৌঁছেছে৷ গতকাল একজন আক্রান্তের মৃত্যুর খবরও সামনে এসেছে৷ এই রোগে আক্রান্ত হলে হাত, পা অসাড় হয়ে গিয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়া, খাবার গিলতে সমস্যা বা নিঃশ্বাস নিতেও যে সমস্যা হয়, তাও জেনে ফেলেছেন অনেকেই৷
চিকিৎসকরা প্রথম থেকেই দাবি করে আসছেন, গুলেইন বারি সিন্ড্রোম বা জিবিএাস অত্যন্ত বিরল একটি স্নায়ু রোগ৷ কোনওভাবেই এই রোগ মহামারি অথবা অতিমারির চেহারা নেওয়ার আশঙ্কা নেই৷ তা সত্ত্বেও কেন পুণেতে এত অল্প সময়ের মধ্যে এত সংখ্যক মানুষ এই জটিল স্নায়ুরোগে আক্রান্ত হচ্ছেন, সেই কারণই চিহ্নিত করার চেষ্টা করছে মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর এবং কেন্দ্রীয় সরকারের পাঠান বিশেষজ্ঞরা খুঁজে বের করার চেষ্টা করছেন৷
advertisement
advertisement
প্রাথমিক অনুসন্ধানে এখনও পর্যন্ত জানা গিয়েছে, পুণে শহরের নির্দিষ্ট কয়েকটি এলাকার মধ্যেই এই রোগের প্রকোপ সীমাবদ্ধ রয়েছে৷ সেই এলাকাগুলিতে চিহ্নিত করে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা৷
স্বাস্থ্য দফতর প্রাথমিক ভাবে মনে করছে, দূষিত জল এবং অস্বাস্থ্যকর খাবারের সূত্রে ব্যাক্টেরিয়া জনিত সংক্রমণ থেকেই এই রোগ ছড়িয়েছে৷ যে এলাকাগুলি থেকে এই রোগে বেশি আক্রান্ত হওয়ার খবর আসছে, সেই এলাকাগুলিতে সম্ভাব্য দূষিত পানীয় জলের উৎসগুলি খুঁজে জলের নমুনা পরীক্ষা করা হচ্ছে৷ একই ভাবে খাবারের নমুনাও সংগ্রহ করা হচ্ছে৷
advertisement
বিশেষজ্ঞ এবং চিকিৎসকরা অবশ্য এখনও আশ্বস্ত করে দাবি করছেন, সময়মতো গুলেইন বারি রোগ ধরা পড়লে এবং তার যথাযথ চিকিৎসা হলে কয়েক সপ্তাহের মধ্যেই রোগী সুস্থ হয়ে ওঠেন৷ পুণের এই প্রকোপ এখন কবে নিয়ন্ত্রণে আসে, সেটাই দেখার৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 28, 2025 12:15 PM IST