Pune GBS outbreak: পুণেতে বিরল রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে, কতটা ভয়ের জিবিএস? জানুন বিশদে
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
রাজ্য সরকারের থেকে পরিস্থিতি নিয়ে খোঁজ নিতে শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও৷ কেন্দ্রের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকেও পুণে পাঠানো হচ্ছে৷
পুণে: পুণেতে বিরল স্নায়ু রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে৷ গুলেইন বার সিন্ড্রোম নামে এই জটিল স্নায়ু রোগে আক্রান্তের সংখ্যা শুক্রবার পর্যন্ত বেড়ে হয়েছে ৭৩৷ প্রশাসনের উদ্বেগ বাড়িয়ে শেষ চার দিনে আক্রান্তের সংখ্যা চার গুন বেড়েছে৷
সংবাদসংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, আক্রান্তদের মধ্যে ৪৭ জন পুরুষ এবং ২৬ জন মহিলা৷ তাঁদের মধ্যে ১৪ জন আক্রান্ত ভেন্টিলেটর সাপোর্টে রয়েছেন৷ পুণে শহরের তিনটি হাসপাতাল স্বাস্থ্য দফতরকে সতর্কও করেছে৷
আরও পড়ুন: নদিয়ায় বাংলাদেশ সীমান্তে মাটির নীচে তিন তিনটি গোপন বাঙ্কারের খোঁজ, ভিতরে কী? চমকে উঠল বিএসএফ
advertisement
তবে এখনও পর্যন্ত গুলেইন বার সিন্ড্রোম বা জিবিএস-এ আক্রান্ত হয়ে মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি৷ কিন্তু পুণে শহরে আচমকা কেন এত সংখ্যক মানুষ এই জটিল স্নায়ু রোগে আক্রান্ত হচ্ছেন, তার কারণ এখনও খুঁজে বের করতে পারেনি মহারাষ্ট্রের স্বাস্থ্য দফতর৷
advertisement
ইতিমধ্যেই বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা শুরু করেছে স্বাস্থ্য দফতর৷ সাধারণ মানুষের মধ্যে কোনও সংক্রমণের উপসর্গ খুঁজে পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ এই রোগ সম্পর্কেও সচেতনতা বাড়ানো হচ্ছে৷ পাশাপাশি রাজ্য সরকারের থেকে পরিস্থিতি নিয়ে খোঁজ নিতে শুরু করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকও৷ কেন্দ্রের পক্ষ থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দলকেও পুণে পাঠানো হচ্ছে৷ মজুত করা হচ্ছে প্রয়োজনীয় ওষুধ এবং ইঞ্জেকশন৷
advertisement
গুলেইন বার সিন্ড্রোম কী?
গুলেইন বার সিন্ড্রোম এমনই একটি বিরল রোগ যাতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা স্নায়ুতন্ত্রকে আক্রমণ করে বসে৷ ব্যাক্টেরিয়া অথবা ভাইরাস ঘটিত সংক্রমণে আক্রান্তদের এই রোগের কবলে পড়ার আশঙ্কা বেশি থাকে৷
এই বিরল স্নায়ু রোগে আক্রান্ত হলে যে স্নায়ুগুলির মাংসপেশীর নড়াচড়া নিয়ন্ত্রণ করে, সেগুলি অকেজো হয়ে যায়৷ পাশাপাশি যে স্নায়ুগুলি ছোঁয়া, তাপমাত্রা এবং ব্যথার বোধ পেতে সাহায্য করে, সেই স্নায়ুগুলিও কাজ করে না৷ ফলে হাত, পা অসাড় হয়ে যায়৷ পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ার আশঙ্কাও থাকে৷ নিঃশ্বাস নেওয়া এবং খাবার গিলতেও সমস্যা দেখা দেয়৷
advertisement
কী সমস্যা দেখা দেয় শরীরে?
দুই ফরাসি স্নুায়ুরোগ বিশেষজ্ঞ জর্জেস গুলেইন এবং জিন আলেক্সজান্দ্রে বার ১৯১৬ সালে প্রথম এই রোগটি আবিষ্কার করেন৷ সেই কারণেই এই রোগের নাম দেওয়া হয় গুলেইন বার সিন্ড্রোম৷ তবে এখনও গোটা পৃথিবীতেই এই রোগে আক্রান্ত হওয়ার নির্দিষ্ট কোনও কারণ খুঁজে পাওয়া যায়নি৷ ব্যাক্টেরিয়া অথবা ভাইরাল সংক্রমণ, কোনও ভ্যাক্সিন নেওয়ার পর অথবা অস্ত্রোপচারের পর এই রোগে আক্রান্ত হন অনেকে৷ শরীরের রোগ প্রতিরোধ ব্যবস্থা অতিসক্রিয় হয়ে উঠলে এই সমস্যা দেখা দেয়৷
advertisement
পুণের এমার্জেন্সি মেডিক্যাল এক্সপার্ট চিকিৎসক পদ্মনাভ কেসকর জানিয়েছেন, ‘হাসপাতালে রোগীদের মধ্যে কখনও কখনও আমরা এই রোগে আক্রান্তদের খোঁজ পাই৷ কিন্তু আচমকা এত বেশি সংখ্যায় মানুষ কেন এই রোগে আক্রান্ত হচ্ছেন, তা চিন্তার বিষয়৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 25, 2025 4:14 PM IST