• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • ৪ বছরের এই ভারতীয় শিশুর আঁকা ছবির দাম উঠল লক্ষাধিক টাকা

৪ বছরের এই ভারতীয় শিশুর আঁকা ছবির দাম উঠল লক্ষাধিক টাকা

আদ্ভেদ কোলারকর ৷ ছবি: আদ্ভেদ কোলারকরের ফেসবুক পেজের সৌজন্যে ৷

আদ্ভেদ কোলারকর ৷ ছবি: আদ্ভেদ কোলারকরের ফেসবুক পেজের সৌজন্যে ৷

 • Share this:

  পুণে: নাম আদ্ভেদ কোলারকর ৷ বয়স মোটে ৪ বছর ৷ এখনও স্কুলে পা পড়েনি এই ছোট্ট শিশুর ৷ তবে এই পুঁচকেই নিজের মনের মাধুরী মিশিয়ে রঙিন করে তুলছেন দুনিয়া ৷ তার রংয়ের জাদুতে ধীরে ধীরে মজতে শুরু করেছে সাধারণ মানুষ ৷ রঙিন নেশায় সকলে মাতিয়ে তুলে খবরের শিরোনামে উঠে এসেছে এই শিশুই ৷ পুণে নিবাসী আদ্ভেদ কোলারকরের হাতে আঁকা ছবিই কানাডায় বিক্রি হয়েছে ২ হাজার ডলারে (১ লক্ষ ৩০ হাজার টাকা) ৷

  ২০১৬ সালে পরিবারের হাত ধরে কানাডার নিউ ব্রানসুইকে চলে আসে সেও ৷ আদ্ভেদের মা শ্রুতি কোলারকার নিজেও পেশাদার চিত্রশিল্পী । মায়ের থেকে পাওয়া এ প্রতিভা সে রপ্ত করেছে মাত্র ১ বছর বয়স থেকেই ৷

  20232949_110741542878341_2026502400602779886_o

  এ বছরের জানুয়ারিতে আদ্ভেদের আঁকা ছবিগুলোর প্রথম একক প্রদর্শনী হয় কানাডার সেন্ট জন আর্টস সেন্টারে ৷ এই আর্ট সেন্টারটির ইতিহাসে আদ্ভেদই সর্বকর্নিষ্ঠ শিল্পী যার একক চিত্র প্রদর্শনী হয়েছে ৷ ‘কালার ব্লিজার্ড’ নামে ওই চিত্রপ্রদর্শনীর ছবিগুলো ২ হাজার মার্কিন ডলারে বিক্রি হয় ৷ এছাড়া গত মাসে বিশ্বের সবচেয়ে বড় আর্ট ট্রেড শো নিউইয়র্কের আর্ট এক্সপোতেও তার ছবি প্রদর্শিত হয়।

  20294540_110741512878344_6177775956478429387_n

  আদ্ভেদের বাবা অমিত কোলারকরের কথায়, অদ্ভেদের বয়স যখন মাত্র একবছর তখন হঠাৎই সে একদিন আঁকার ব্রাশ হাতে তুলে নেয় ৷ ও শুধু রং নিয়ে খেলতোই না সবসময়ই কিছু না কিছু একটা বানানোর চেষ্টা করত ৷ এমনকী ছোট থেকেই ওর রং মেলানোর জ্ঞান অসাধারণ ৷ এত ছোট বয়সে আদ্ভেদের ছবির প্রদর্শনীতে বেজায় খুশি তার বাবা-মা ৷

  First published: