৪ বছরের এই ভারতীয় শিশুর আঁকা ছবির দাম উঠল লক্ষাধিক টাকা
Last Updated:
পুণে: নাম আদ্ভেদ কোলারকর ৷ বয়স মোটে ৪ বছর ৷ এখনও স্কুলে পা পড়েনি এই ছোট্ট শিশুর ৷ তবে এই পুঁচকেই নিজের মনের মাধুরী মিশিয়ে রঙিন করে তুলছেন দুনিয়া ৷ তার রংয়ের জাদুতে ধীরে ধীরে মজতে শুরু করেছে সাধারণ মানুষ ৷ রঙিন নেশায় সকলে মাতিয়ে তুলে খবরের শিরোনামে উঠে এসেছে এই শিশুই ৷ পুণে নিবাসী আদ্ভেদ কোলারকরের হাতে আঁকা ছবিই কানাডায় বিক্রি হয়েছে ২ হাজার ডলারে (১ লক্ষ ৩০ হাজার টাকা) ৷
২০১৬ সালে পরিবারের হাত ধরে কানাডার নিউ ব্রানসুইকে চলে আসে সেও ৷ আদ্ভেদের মা শ্রুতি কোলারকার নিজেও পেশাদার চিত্রশিল্পী । মায়ের থেকে পাওয়া এ প্রতিভা সে রপ্ত করেছে মাত্র ১ বছর বয়স থেকেই ৷
advertisement
এ বছরের জানুয়ারিতে আদ্ভেদের আঁকা ছবিগুলোর প্রথম একক প্রদর্শনী হয় কানাডার সেন্ট জন আর্টস সেন্টারে ৷ এই আর্ট সেন্টারটির ইতিহাসে আদ্ভেদই সর্বকর্নিষ্ঠ শিল্পী যার একক চিত্র প্রদর্শনী হয়েছে ৷ ‘কালার ব্লিজার্ড’ নামে ওই চিত্রপ্রদর্শনীর ছবিগুলো ২ হাজার মার্কিন ডলারে বিক্রি হয় ৷ এছাড়া গত মাসে বিশ্বের সবচেয়ে বড় আর্ট ট্রেড শো নিউইয়র্কের আর্ট এক্সপোতেও তার ছবি প্রদর্শিত হয়।
advertisement
আদ্ভেদের বাবা অমিত কোলারকরের কথায়, অদ্ভেদের বয়স যখন মাত্র একবছর তখন হঠাৎই সে একদিন আঁকার ব্রাশ হাতে তুলে নেয় ৷ ও শুধু রং নিয়ে খেলতোই না সবসময়ই কিছু না কিছু একটা বানানোর চেষ্টা করত ৷ এমনকী ছোট থেকেই ওর রং মেলানোর জ্ঞান অসাধারণ ৷ এত ছোট বয়সে আদ্ভেদের ছবির প্রদর্শনীতে বেজায় খুশি তার বাবা-মা ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 01, 2018 6:07 PM IST