একনাগাড়ে বাড়ছে জ্বালানির দাম ! যেকোনও মুহূর্তে বন্ধ হবে দেশের একাধিক পেট্রোল পাম্প
Last Updated:
#নয়াদিল্লি: লাগাতার বেড়ে চলেছে জ্বালানির দাম ৷ অনেকেই ভাবছেন যেকোনও মুহূর্তে ১০০ টাকা ছোঁবে নাকি পেট্রোলের দাম ৷ ইতিমধ্যেই মুম্বইয়ে পেট্রোলের দাম ছুঁয়েছে ৯০ টাকা প্রতি লিটার ৷
পেট্রোলের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও ৷ প্রতি লিটার ডিজেলের দাম ৯০ ছুঁই ছুঁই ৷ কিন্তু জ্বালানির দাম কখনই ১০০ টাকা ছুঁতে পারবে না ৷ ৯৯.৯৯ টাকাতেই আটকে যাবে পেট্রোলের দাম ৷ কিন্তু কেন জানেন ?
ডিজিটাল বোর্ডে পেট্রোল ডিজেলের দাম প্রদর্শিত হয় ৷ কিন্তু যখন এই ডিজিটাল বোর্ড তৈরি করা হয়েছিল ৷ সেই সময় জ্বালানির দাম যে, ১০০ টাকা অবধি ছুঁতে পারে ৷ এটা কল্পনাও করা যায়নি ৷ যার জেরে ডিজিটাল বোর্ডে ১০০ টাকা ডিসপ্লে হবে না ৷ সেই বিশেষ টেকনলজি সেই মুহূর্তে তৈরি হয়নি ৷
advertisement
advertisement
অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম প্রভাকর রেজ্জি বলেন, জ্বালানির দামের লাগামছাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে কেউ কল্পনাও করতে পারেননি ৷ যার জন্য সেই সময় অন্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল ৷ যার জেরে এখন নয়া প্রযুক্তি ডিজিটাল বোর্ড গুলিতে ইনস্টল করতে হবে ৷ যেটি সময়সাপেক্ষ ৷ ফলে বেশ কিছুদিনের জন্য বন্ধ রাখা হতে পারে পেট্রোল ডিজেলের পাম্প স্টেশনগুলি ৷
advertisement
আন্তর্জাতিক বাজারে তেলের দরে ক্রমাগত বৃদ্ধি এবং মার্কিন ডলারের নিরিখে টাকার দরে অবিরাম পতনের জেরেই বাড়ছে পেট্রোল ডিজেলের দাম ৷ আর যেভাবে বেড়ে চলেছে জ্বালানির দাম ৷ সেক্ষেত্রে যেকোনও মুহূর্তে প্রতি লিটার পেট্রোল ডিজেলের দাম ছুঁতেই পারে ১০০ টাকা ৷ সেটা অসম্ভব কিছুই নয় ৷ এমনটাই জানাচ্ছেন অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 02, 2018 4:18 PM IST