একনাগাড়ে বাড়ছে জ্বালানির দাম ! যেকোনও মুহূর্তে বন্ধ হবে দেশের একাধিক পেট্রোল পাম্প

Last Updated:
#নয়াদিল্লি: লাগাতার বেড়ে চলেছে জ্বালানির দাম ৷ অনেকেই ভাবছেন যেকোনও মুহূর্তে ১০০ টাকা ছোঁবে নাকি পেট্রোলের দাম ৷ ইতিমধ্যেই মুম্বইয়ে পেট্রোলের দাম ছুঁয়েছে ৯০ টাকা প্রতি লিটার ৷
পেট্রোলের পাশাপাশি পাল্লা দিয়ে বাড়ছে ডিজেলের দামও ৷ প্রতি লিটার ডিজেলের দাম ৯০ ছুঁই ছুঁই ৷ কিন্তু জ্বালানির দাম কখনই ১০০ টাকা ছুঁতে পারবে না ৷ ৯৯.৯৯ টাকাতেই আটকে যাবে পেট্রোলের দাম ৷ কিন্তু কেন জানেন ?
ডিজিটাল বোর্ডে পেট্রোল ডিজেলের দাম প্রদর্শিত হয় ৷ কিন্তু যখন এই ডিজিটাল বোর্ড তৈরি করা হয়েছিল ৷ সেই সময় জ্বালানির দাম যে, ১০০ টাকা অবধি ছুঁতে পারে ৷ এটা কল্পনাও করা যায়নি ৷ যার জেরে ডিজিটাল বোর্ডে ১০০ টাকা ডিসপ্লে হবে না ৷ সেই বিশেষ টেকনলজি সেই মুহূর্তে তৈরি হয়নি ৷
advertisement
advertisement
অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এম প্রভাকর রেজ্জি বলেন, জ্বালানির দামের লাগামছাড়া বৃদ্ধির বিষয়টি নিয়ে কেউ কল্পনাও করতে পারেননি ৷ যার জন্য সেই সময় অন্য প্রযুক্তি ব্যবহার করা হয়েছিল ৷ যার জেরে এখন নয়া প্রযুক্তি ডিজিটাল বোর্ড গুলিতে ইনস্টল করতে হবে ৷ যেটি সময়সাপেক্ষ ৷ ফলে বেশ কিছুদিনের জন্য বন্ধ রাখা হতে পারে পেট্রোল ডিজেলের পাম্প স্টেশনগুলি ৷
advertisement
আন্তর্জাতিক বাজারে তেলের দরে ক্রমাগত বৃদ্ধি এবং মার্কিন ডলারের নিরিখে টাকার দরে অবিরাম পতনের জেরেই বাড়ছে পেট্রোল ডিজেলের দাম ৷ আর যেভাবে বেড়ে চলেছে জ্বালানির দাম ৷ সেক্ষেত্রে যেকোনও মুহূর্তে প্রতি লিটার পেট্রোল ডিজেলের দাম ছুঁতেই পারে ১০০ টাকা ৷ সেটা অসম্ভব কিছুই নয় ৷ এমনটাই জানাচ্ছেন অল ইন্ডিয়া পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান ৷
বাংলা খবর/ খবর/দেশ/
একনাগাড়ে বাড়ছে জ্বালানির দাম ! যেকোনও মুহূর্তে বন্ধ হবে দেশের একাধিক পেট্রোল পাম্প
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement