#PulwamaAttack শেষবারের মত ঘরে এল ছেলে, কফিনবন্দির ছেলের মুখটাও দেখা হল না মায়ের...
Last Updated:
#হাঁসপুকুরিয়া: সে এল। কিন্তু কথা রাখল না। নদিয়ার হাঁসপুকুরিয়ার সুদীপ বিশ্বাস। একরাশ স্বপ্ন নিয়ে বাড়ি ছেড়েছিলেন। জঙ্গি হামলায় সব শেষ। কফিনবন্দি হয়ে ফিরলেন সুদীপ। শেষবারের মত। গান স্যালুট। শ্রদ্ধার্ঘ্য। সবই হল। কিন্তু কোল যে ফাঁকা হয়ে গেল। আশঙ্কা সত্যি করে ঘুমের দেশে সুদীপ বিশ্বাস। ছেলেকে শেষবারের মত দেখার অপেক্ষা। শনিবারের সকাল থেকে হাঁসপুকুরিয়া গ্রামে ছিল সেই অপেক্ষা। আনাচে-কানাচে যে এখনও সুদীপের গন্ধ লেগে রয়েছে।
হাঁসপুকুরিয়ার মনটা যে সত্যি খারাপ। আর কোনওদিন যে সুদীপ ফিরবেন না। রাতের অন্ধকারের মতই যে আঁধার নেমেছে গ্রামে। সকালে বিমান বিভ্রাট। সন্ধে পার করে কফিনবন্দি সুদীপ ফিরলেন প্রিয় গ্রামে। হাঁসপুকুরিয়া গ্রামের মাঠে বাঁধা হয়েছে অস্থায়ী মঞ্চ। সেখানে শায়িত সুদীপের দেহ। প্রথমে জেলা পুলিশ ও পরে সিআরপিএফের তরফে গান স্যালুটে বীর জওয়ানকে শ্রদ্ধা।
advertisement
advertisement
আত্মীয় পরিজন। সিআরপিএফ জওয়ানদের কাঁধে বাড়িতে পৌঁছলেন সুদীপ। কফিনবন্দি হয়ে। তেরঙ্গায় মোড়া দেহ দেখে কান্না বাঁধ ভাঙল পরিবারের। শেষবারের মত বাড়ি এসে আধঘণ্টা ছিলেন সুদীপ। প্রিয়জন ও সহকর্মীদের কাঁধে চেপে এবার যে বিদায়ের পালা। শেষকৃত্যের পালা। বাবা-মা-বোনের থেকে অনেক দূরে। চিরঘুমের দেশে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2019 9:20 AM IST