আরও কোণঠাসা পাকিস্তান ! ভারতে আমদানিকৃত সামগ্রীর উপর ২০০% অতিরিক্ত শুল্ক ঘোষণা কেন্দ্রের
Last Updated:
ফুলকপি, টমেটো, চিনি, চা, কেক, পেট্রোলিয়াম তেল, কটন, তুলো, টায়ার এবং রাবার-সহ প্রায় ১৩৭ টি দ্রব্যের উপর আমদানিশুল্ক ২০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷
#নয়াদিল্লি: আত্মঘাতী জঙ্গি হামলায় রক্তাক্ত ভূ-স্বর্গ ৷ দেশজুড়ে স্বজন হারানোর হাহাকার ৷ এই ঘটনার জেরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র ৷ প্রতিবেশী দেশ পাকিস্তানকে দেওয়া ‘মোস্ট ফেভারড নেশন’-র তকমা ছিনিয়ে নিয়েছে ভারত ৷ এবার পাকিস্তান থেকে আমদানিকৃত একাধিক দ্রব্যের উপর একধাক্কায় ২০০ শতাংশ শুল্ক বাড়াল মোদি সরকার ৷
#NewsAlert – Taking strong economic action against Pakistan, India on Saturday raised the customs duty to 200% on all goods imported from the neighbouring country, including fresh fruits, cement, petroleum products and mineral ore. | #IndiaWithMartyrs pic.twitter.com/u0bT6dMW06
— News18 (@CNNnews18) February 17, 2019
advertisement
আমদানিকৃত শুল্ক বাড়িয়ে দেওয়ার পর এবার ভারত থেকে কোনও জিনিস নিজেদের দেশে আমদানি করার ক্ষেত্রে আগের থেকে অনেকাংশে বেশি ট্যাক্স দিতে হবে পাকিস্তানকে ৷
advertisement
ফুলকপি, টমেটো, চিনি, চা, কেক, পেট্রোলিয়াম তেল, কটন, তুলো, টায়ার এবং রাবার-সহ প্রায় ১৩৭ টি দ্রব্যের উপর আমদানিশুল্ক ২০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ এই সমস্ত দ্রব্যগুলি আটারি-বাঘা সীমান্ত নিয়ে পাকিস্তান থেকে ভারতে ঢুকত ৷ তবে, এবার ভারতের এই ঐতিহাসিক সিদ্ধান্তের জেরে প্রায় ৪৮.৮ কোটি ডলার দ্রব্যের উপর জোরদার প্রভাব পড়তে চলেছে ৷ আমদানিশুল্ক বেড়ে যাওয়ার বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন অরুণ জেটলিও ৷
advertisement
India has withdrawn MFN status to Pakistan after the Pulwama incident. Upon withdrawal, basic customs duty on all goods exported from Pakistan to India has been raised to 200% with immediate effect. #Pulwama — Arun Jaitley (@arunjaitley) February 16, 2019
প্রসঙ্গত, ২০১৭-১৮ সালে পাকিস্তান থেকে ৩,৪৮,০৯,০৪,০০০ টাকার দ্রব্য ভারতে এসেছিল ৷ সেখানে ভারত ১,৩৬,৯৫,৩৬,০০০০০ টাকার দ্রব্য পাকিস্তানে রফতানি করেছিল ৷
advertisement
আমদানিশুল্ক বাড়িয়ে দেওয়ার জেরে পাক ব্যবসায়ীদের লাভের অংশটা অনেকটাই কমে যাবে ৷ কারণ এদের আয়ের বেশিকভাগটাই চলে যাবে আমদানিশুল্কে ৷
আরও খবর--->
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 17, 2019 9:16 AM IST