আরও কোণঠাসা পাকিস্তান ! ভারতে আমদানিকৃত সামগ্রীর উপর ২০০% অতিরিক্ত শুল্ক ঘোষণা কেন্দ্রের

Last Updated:

ফুলকপি, টমেটো, চিনি, চা, কেক, পেট্রোলিয়াম তেল, কটন, তুলো, টায়ার এবং রাবার-সহ প্রায় ১৩৭ টি দ্রব্যের উপর আমদানিশুল্ক ২০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷

#নয়াদিল্লি: আত্মঘাতী জঙ্গি হামলায় রক্তাক্ত ভূ-স্বর্গ ৷ দেশজুড়ে স্বজন হারানোর হাহাকার ৷ এই ঘটনার জেরে পাকিস্তানের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিয়েছে কেন্দ্র ৷ প্রতিবেশী দেশ পাকিস্তানকে দেওয়া ‘মোস্ট ফেভারড নেশন’-র তকমা ছিনিয়ে নিয়েছে ভারত ৷ এবার পাকিস্তান থেকে আমদানিকৃত একাধিক দ্রব্যের উপর একধাক্কায় ২০০ শতাংশ শুল্ক বাড়াল মোদি সরকার ৷
advertisement
আমদানিকৃত শুল্ক বাড়িয়ে দেওয়ার পর এবার ভারত থেকে কোনও জিনিস নিজেদের দেশে আমদানি করার ক্ষেত্রে আগের থেকে অনেকাংশে বেশি ট্যাক্স দিতে হবে পাকিস্তানকে ৷
advertisement
ফুলকপি, টমেটো, চিনি, চা, কেক, পেট্রোলিয়াম তেল, কটন, তুলো, টায়ার এবং রাবার-সহ প্রায় ১৩৭ টি দ্রব্যের উপর আমদানিশুল্ক ২০০ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে ৷ এই সমস্ত দ্রব্যগুলি আটারি-বাঘা সীমান্ত নিয়ে পাকিস্তান থেকে ভারতে ঢুকত ৷ তবে, এবার ভারতের এই ঐতিহাসিক সিদ্ধান্তের জেরে প্রায় ৪৮.৮ কোটি ডলার দ্রব্যের উপর জোরদার প্রভাব পড়তে চলেছে ৷   আমদানিশুল্ক বেড়ে যাওয়ার বিষয়টি ট্যুইট করে জানিয়েছেন অরুণ জেটলিও ৷
advertisement
প্রসঙ্গত, ২০১৭-১৮ সালে পাকিস্তান থেকে ৩,৪৮,০৯,০৪,০০০ টাকার দ্রব্য ভারতে এসেছিল ৷ সেখানে ভারত ১,৩৬,৯৫,৩৬,০০০০০ টাকার দ্রব্য পাকিস্তানে রফতানি করেছিল ৷
advertisement
আমদানিশুল্ক বাড়িয়ে দেওয়ার জেরে পাক ব্যবসায়ীদের লাভের অংশটা অনেকটাই কমে যাবে ৷ কারণ এদের আয়ের বেশিকভাগটাই চলে যাবে আমদানিশুল্কে ৷
আরও খবর--->
বাংলা খবর/ খবর/দেশ/
আরও কোণঠাসা পাকিস্তান ! ভারতে আমদানিকৃত সামগ্রীর উপর ২০০% অতিরিক্ত শুল্ক ঘোষণা কেন্দ্রের
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement