CDS Bipin Rawat Last Rites: শেষ বারের মতো দিল্লির বাড়িতে ফিরলেন বিপিন রাওয়াত, শ্রদ্ধা জানাতে পারবেন সাধারণ মানুষও
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
মঙ্গলবার রাতেই তামিলনাড়ু থেকে দিল্লির পালম এয়ার বেসে নিয়ে আসা হয় বিপিন রাওয়াত সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত তেরোজনের দেহ (CDS Bipin Rawat last rites)৷
#দিল্লি: আজই দিল্লির ব্রার স্কয়ারের শ্মশানে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত (CDS Bipin Rawat) এবং তাঁর স্ত্রী মধুলিকা রাওয়াতের শেষকৃত্য সম্পন্ন হবে৷ তাঁর আগে দিল্লির বাসভবনে নিয়ে যাওয়া হয় রাওয়াত দম্পতির কফিনবন্দি দেহ৷ সেখানেই তাঁদের শেষ শ্রদ্ধা জানানো হবে (Bipin Rawat Last Rites)৷
মঙ্গলবার রাতেই তামিলনাড়ু থেকে দিল্লির পালম এয়ার বেসে নিয়ে আসা হয় বিপিন রাওয়াত সহ হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত তেরোজনের দেহ৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল সহ সেনাবাহিনীর শীর্ষ কর্তারা সেখানেই তাঁদের শেষ শ্রদ্ধা জানান (CDS Bipin Rawat Last Rites)৷ রাতে দিল্লির সেনা হাসপাতালেই রাখা ছিল বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর মরদেহ৷
advertisement
আরও পড়ুন: 'দেশ কখনও আপনাদের আত্মত্যাগ ভুলবে না', বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানিয়ে বললেন প্রধানমন্ত্রী
advertisement
সেনবাহিনীর তরফে জানানো হয়েছে, সাধারণ মানুষও নিহত চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াতের কামরাজ মার্গের বাড়িতে তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে পারবেন৷ বেলা দশটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত এই সুযোগ পাওয়া যাবে৷ এর পর বেলা সাড়ে বারোটা থেকে এক ঘণ্টা নিরাপত্তা বাহিনীর সদস্যরা বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাবেন৷
advertisement
Delhi | The mortal remains of CDS Gen Bipin Rawat and his wife Madhulika Rawat were brought to their residence
They both passed away in #TamilNaduChopperCrash on 8th December. pic.twitter.com/OUuD6xwuAK — ANI (@ANI) December 10, 2021
কামরাজ মার্গের বাড়িতে গিয়েই বিপিন রাওয়াতকে শেষ শ্রদ্ধা জানাবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কংগ্রেস নেতা রাহুল গান্ধি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালরা৷
advertisement
বেলা দুটোয় কালরাজ মার্গের বাড়ি থেকে বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর কফিনবন্দি দেহ শ্মশানের উদ্দেশে নিয়ে যাওয়া হবে৷ দিল্লি পুলিশ জানিয়েছে, রাজাজি মার্গ, তিন মূর্তি চক, ১১ মূর্তি, সর্দার পটেল মার্গ এবং ধওলা কুঁয়া হয়ে দিল্লি ক্যান্টনমেন্টের ব্রার স্কয়ারে পৌঁছবে বিপিন রাওয়াত এবং তাঁর স্ত্রীর দেহ৷
advertisement
তামিলনাড়ুর হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত আর এক সেনা কর্তা এবং বিপিন রাওয়াতের ডিফেন্স অ্যাসিস্ট ব্রিগেডিয়ার লখিন্দর সিং লিডারের শেষকৃত্যও এ দিন সকাল ৯.১৫ মিনিটে দিল্লি ক্যান্টনমেন্টের একই শ্মশানে সম্পন্ন হয়৷
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত তেরো জনের মধ্যে এখনও পর্যন্ত মাত্র চারজনের দেহ শনাক্ত করা সম্ভব হয়েছে৷ তার মধ্যে রয়েছেন সিডিএস বিপিন রাওয়াত, তাঁর স্ত্রী মধুলিকা, ব্রিগেডিয়ার এল এস লিডার এবং ল্যান্সনায়ের বিবেক কুমার৷ দুর্ঘটনায় একমাত্র জীবিত গ্রুপ ক্যাপ্টেন বরুণ সিং-এর চিকিৎসা চলছে বেঙ্গালুরুর এয়ার ফোর্স ক্যান্টনমেন্ট হাসপাতালে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2021 10:18 AM IST