Eastern Railway: পূর্ব রেলের জনসংযোগ দফতরের উদ্যোগে খড়দহে রেলগেট সংক্রান্ত জনসচেতনতা অভিযান

Last Updated:

খড়দহে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হওয়ার মুখে লাইনে চলে আসা একটি টাটা সুমোয় ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের ধাক্কার পরে নড়েচড়ে বসে রেল প্রশাসন। খড়দহ স্টেশনের রেলগেটের ওই ঘটনার ফুটেজ দেখে আঁতকে উঠেছেন অনেকেই। কিন্তু কলকাতার মধ্যে ও আশপাশে যেখানে যাতায়াতের জন্য লেভেল ক্রসিং পেরোতে হয়, তেমন কয়েকটি জায়গায় কারও সচেতনতা বৃদ্ধি লক্ষ্য করা যায়নি। 

কলকাতা: পূর্ব রেলের জনসংযোগ দফতরের উদ্যোগে খড়দহে সঠিকভাবে রেলগেট পরিচালনার লক্ষ্যে একটি জনসচেতনতামূলক অভিযান চালানো হয়। এই অভিযানে লিফলেট বিতরণ করা হয় এবং রেলগেট সংলগ্ন বসবাসকারী সাধারণ মানুষের সঙ্গে সরাসরি কথোপকথনের মাধ্যমে রেলগেট পরিচালনার ক্ষেত্রে পূর্ব রেলকে সাহায্য করার জন্য এই বার্তা পৌঁছানো হয় যে, রেলগেট বন্ধ করতে বাধা দিলে দুর্ঘটনার ঝুঁকি এবং ট্রেনগুলির বিলম্বের সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।
শুধু একটি ট্রেনই নয়, পরবর্তী ট্রেনগুলিও কিউমুলেটিভ হারে বিলম্বিত হয় অর্থাৎ একটি ট্রেনের বিলম্ব অন্যান্য ট্রেনগুলির সময়সূচীকে প্রভাবিত করে এবং বহু ট্রেন যাত্রীদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে এমনকি অনেক সময় জরুরি ভিত্তিতে হাসপাতালের উদ্দেশ্যে ট্রেনে যাত্রা করা রোগীরও এই বিলম্বের কারণে সমস্যা হতে পারে।
সম্প্রতি ঘটে যাওয়া একটি দুর্ঘটনার প্রেক্ষিতে এই উদ্যোগটি বিশেষভাবে নেওয়া হয়েছে। সতর্কতাই দুর্ঘটনা এড়াতে সহায়ক। রেল দফতরের তরফে সব যাত্রীদের অনুরোধ, রেলগেট বন্ধের সময় রেলকর্মীদের সহযোগিতা করুন এবং সঠিক নিয়ম অনুসরণ করে নিজেদের এবং ট্রেনযাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করুন।
advertisement
advertisement
খড়দহে লেভেল ক্রসিংয়ের গেট বন্ধ হওয়ার মুখে লাইনে চলে আসা একটি টাটা সুমোয় ডাউন হাজারদুয়ারি এক্সপ্রেসের ধাক্কার পরে নড়েচড়ে বসে রেল প্রশাসন। খড়দহ স্টেশনের রেলগেটের ওই ঘটনার ফুটেজ দেখে আঁতকে উঠেছেন অনেকেই। কিন্তু কলকাতার মধ্যে ও আশপাশে যেখানে যাতায়াতের জন্য লেভেল ক্রসিং পেরোতে হয়, তেমন কয়েকটি জায়গায় কারও সচেতনতা বৃদ্ধি লক্ষ্য করা যায়নি।
advertisement
হুটার বাজছে হুটারের মতো, লেভেল ক্রসিংয়ের গেট নামতে শুরু করেছে। তারই মধ্যে দেখা গেল, গেটম্যানের ঘরের দিকে তাকিয়ে মোটরবাইক আরোহী যুবক গেট নামাতে বারণ করছেন, কোথাও আবার গেট বন্ধ হওয়ার পরে লেভেল ক্রসিং চত্বরে ঢুকে বাইকচালক সঙ্কীর্ণ একফালি রাস্তা দিয়ে বেরিয়ে যাচ্ছেন। শহর ও শহরতলির লেভেল ক্রসিংয়ের গেটম্যানেরা জানাচ্ছেন, নিত্যদিন এ সব ঘটনায় তাঁরা অভ্যস্ত।
advertisement
পূর্ব রেল এ দিনও জানিয়েছে, লেভেল ক্রসিং চত্বরে ট্রেনের সামনে পড়ে দুর্ঘটনা এড়াতে তাদের তরফে প্রচার চালানো হয়। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানান, মানুষকে আরও সচেতন করতে তাঁরা লিফলেট বিলি করছেন। তবে, এখনই ওই ভাবে পারাপারের জন্য জরিমানা নেওয়া কিংবা কঠোর পদক্ষেপ করার পক্ষপাতী নন তাঁরা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Eastern Railway: পূর্ব রেলের জনসংযোগ দফতরের উদ্যোগে খড়দহে রেলগেট সংক্রান্ত জনসচেতনতা অভিযান
Next Article
advertisement
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
ন্যাশনাল হেরাল্ড মামলা, সনিয়া, রাহুলদের বিরুদ্ধে এবার দিল্লি হাইকোর্টে আবেদন ইডির
  • ন্যাশনাল হেরাল্ড মামলায় সনিয়া ও রাহুল গান্ধি-সহ অন্যদের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ কার্যত নাকচ করে দেওয়া ট্রায়াল কোর্টের আদেশকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টে আবেদন করল ইডি. ইডি আদালতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানিয়েছে.

VIEW MORE
advertisement
advertisement