রাজ্যসভা ভোটে থাকছে না 'নোটা', শীর্ষ আদালতের রায়ের পরে ঘোষণা করল নির্বাচন কমিশন
Last Updated:
#নয়াদিল্লি: রাজ্যসভা ও বিধান-পরিষদের নির্বাচনে 'নোটা' সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । গতকালই সরকারিভাবে রাজ্যসভার ব্যালট থেকে নোটা সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন।
রাজ্যসভার ব্যালটে নোটাকে জায়গা দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিল নির্বাচন কমিশন, তা খারিজ করে দিয়েছে প্রধান বিচারপতি দীপক মিশ্র এএম খানউয়িলকর ও ডিওয়াই চন্দ্রচূড়-এর ডিভিশন বেঞ্চ । সুপ্রিম কোর্টের রায়ের পরেই সরকারিভাবে ব্যালট থেকে 'নোটা' সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন । লোকসভা ও বিধানসভা নির্বাচনের ক্ষেত্রে যদিও বজায় থাকছে 'নোটা' ।
advertisement
advertisement
সাধারণ নির্বাচন অর্থাৎ প্রত্যক্ষ ভোটের জন্যই একমাত্র প্রযোজ্য হবে 'নোটা', জানিয়ে দিয়েছে শীর্ষ আদালত । এবিষয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের কাছেও নির্দেশিকা পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন।
advertisement
চলতি বছরের ২১ অগস্ট সুপ্রিম কোর্ট জানিয়েছিল রাজ্যসভা ভোটের ক্ষেত্রে 'নোটা' প্রয়োজনীয় নয় কারণ এর ফলে সমগ্র ভোটপ্রক্রিয়ার স্বচ্ছতা ব্যাহত হয় ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
September 12, 2018 1:13 PM IST