চাকুরিজীবীদের জন্য সুখবর, পিএফ অ্যাকাউন্টের টাকা নিয়ে কেন্দ্রের নয়া সিদ্ধান্ত

Last Updated:

চাকুরিজীবীদের জন্য সুখবর, পিএফ অ্যাকাউন্টের টাকা নিয়ে কেন্দ্রের নয়া সিদ্ধান্ত

 #নয়াদিল্লি: চাকুরিজীবীদের জন্য সুখবর ৷ কর্মীদের পিএফ অ্যাকাউন্টের টাকা ট্রান্সফার সংক্রান্ত প্রক্রিয়া নিয়ে নয়া সিদ্ধান্ত নিল এমপ্লয়িজ প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ৷ এবার থেকে চাকরি বদলালেও কর্মীদের পিএফ অ্যাকাউন্টের টাকা ট্রান্সফারের ঝক্কির দিন শেষ ৷
এক সংস্থা ছেড়ে অন্য সংস্থায় যোগ দিলে পিএফের টাকা ট্রান্সফার করা নিয়ে সমস্যার সম্মুখীন হতে হয় কর্মীদের ৷ সেই সমস্যার সমাধানেই নয়া পদক্ষেপ নিল EPFO ৷ এবার থেকে চাকরি পরিবর্তন করলেও পিএফ অ্যাকাউন্ট টাকা ট্রান্সফার নিয়ে আর কোনও সমস্যা পোহাতে হবে না ৷ ইপিএফও কমিশনার ভি পি জয় জানিয়েছেন, নতুন সংস্থায় যোগ দেওয়ার পরের মাসেই পিএফ-এর জমা অর্থ ট্রান্সফার হয়ে যাবে ৷
advertisement
এর ফলে নতুন সংস্থায় যোগ দেওয়ার পর অ্যাকাউন্ট বন্ধ করে নতুন অ্যাকাউন্ট খোলা বা জমা অর্থ ট্রান্সফার করা নিয়ে হয়রানি এবার শেষ ৷ অন্যদিকে, পিএফের টাকা ট্রান্সফারের ক্ষেত্রে বাধ্যতামূলক আধার কার্ড ৷ ভোটার বা আধার কার্ডের নথি দিয়ে আবেদন করা হলে সহজেই টাকা ট্রান্সফার হয়ে যাবে ৷
advertisement
advertisement
পিএফ অ্যাকাউন্ট থেকে টাকা তোলার প্রক্রিয়াও আরও সহজ করল রিটায়ারমেন্ট ফাণ্ড ম্যানেজার, এমপ্লয়িজ প্রফিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ৷ পেনশন, বীমা এবং পিএফ-এর টাকা তোলার আবেদনের নিষ্পত্তির সময়সীমা ২০ দিন থেকে কমিয়ে ১০ দিন করা হল ৷
পিএফের টাকা তুলতে প্রচুর হ্যাপা ৷ খন্ডাখানেক ফর্ম ফিলআপ কর ৷ তারপর সেটা জমা দেওয়ার জন্য লম্বা লাইনের পিছনে দাঁড়াও৷ তারপর কয়েক মাস কাটলেই পিএফের টাকা আপনার অ্যাকাউন্টে ৷ তবে এবার এই পিএফ তোলার ব্যাপারটাকে সহজ করতে চলেছে কেন্দ্রীয় সরকার ৷ ডিজিটাল ভারতকে আরও এগিয়ে দিতে এবার পিএফের টাকা তুলতে নতুন মোবাইল অ্যাপও আনছে কেন্দ্র ৷ অ্যাপের নাম ‘উমঙ্গ’ ৷ এই অ্যাপের সাহায্যেই সহজে ফর্ম ফিলাপ ও পিএফের টাকা তোলা যাবে ৷ এর জন্য জমা দিতে হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার ও আধার নম্বর ৷
advertisement
কেন্দ্রীয় শ্রমমন্ত্রী বন্দারু দত্তাত্রেয় জানিয়েছেন, অনলাইনেই যাতে ইপিএফের আবেদন করা যায় এবং অনলাইনেই যাতে পিএফের টাকা তোলা যায়, তার জন্যই এই মোবাইল অ্যাপ তৈরি করা হচ্ছে।
ইপিএফও-র লক্ষ্য, আবেদন জমা পড়ার কয়েক ঘন্টার মধ্যেই সেই দাবির নিষ্পত্তি করার। বর্তমানে আবেদন জমা দেওয়ার ২০ দিনের মধ্যে টাকা পান আবেদনকারীরা। এই ব্যবস্থা পাল্টাতে চাইছে ইপিএফও। দেশজুড়ে ইপিএফও-র ১১০টি আঞ্চলিক অফিসকে কেন্দ্রীয় সার্ভারের সঙ্গে যুক্ত করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চাকুরিজীবীদের জন্য সুখবর, পিএফ অ্যাকাউন্টের টাকা নিয়ে কেন্দ্রের নয়া সিদ্ধান্ত
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement