তাণ্ডবের দায় সমাজবিরোধীদের, চাপে পড়ে বিবৃতি দিল কৃষক সংগঠনদের যৌথ মঞ্চ

Last Updated:
#দিল্লি: দিল্লিতে দিনভর আন্দোলনের নামে তাণ্ডবের পর স্পষ্টতই ব্যাকফুটে কৃষক সংগঠনগুলি৷ এবার বিবৃতি দিয়ে রাজধানীতে তাণ্ডবের দায় সমাজবিরোধীদের ঘাড়ে চাপাল আন্দোলনকারী কৃষক সংগঠনগুলি যৌথ মঞ্চ সংযুক্ত কিসান মোর্চা৷ দিল্লিতে কৃষক আন্দোলনের নামে দিনভর যে তাণ্ডব চলেছে, বিবৃতিতে তারও নিন্দা করেছে তারা৷
কিছু সমাজবিরোধী আমাদের শান্তিপূর্ণ আন্দোলনে ঢুকে পড়েছিল৷ কৃষক বিক্ষোভের নামে আজ দিনভর যে অবাঞ্ছিত এবং অসমর্থনযোগ্য ঘটনা ঘটেছে, আমরা তার নিন্দা করছি এবং দুঃখ প্রকাশ করছি৷'
এই ঘটনার দায়ও এড়ানোর চেষ্টা করেছে সংযুক্ত কিসান মোর্চা৷ তাদের অভিযোগ, শান্তিপূর্ণ আন্দোলনকে কালিমালিপ্ত করতেই পরিকল্পিত ভাবে এই হিংসার ঘটনা ঘটানো হয়েছে৷ সর্বভারতীয় কৃষক সভার নেতা হান্নান মোল্লা বলেন, 'আমরা সাত মাস ধরে এই আন্দোলন চালাচ্ছি৷ তাতে গাছের একটা পাতাও ছেঁড়া হয়নি৷ আজকের এই ঘটনার পিছনে সমাজবিরোধীরা রয়েছে, যারা কেন্দ্রীয় সরকারের দালালি করছে৷ কৃষকরাই সমাজের সবথেকে শান্তিপূর্ণ মানুষ৷ এই ঘটনার জন্য তাঁরা দায়ী নন৷'
advertisement
advertisement
তবে দায় এড়াতে চাইলেও এই ঘটনায় কৃষক আন্দোলন যে অনেকটাই বড় ধাক্কা খেল, তা বলার অপেক্ষা রাখে না৷ বিরোধী দলগুলি এই ঘটনার পিছনে কেন্দ্রের গাফিলতিকে যেমন দুষছেন, একই সঙ্গে এই হিংসাকেও তারা সমর্থন করেননি৷ আন্দোলনের অন্যতম সমর্থক পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরিন্দর সিং-ও প্রতিবাদী কৃষকদের দিল্লি সীমান্তে ফিরে আসতে অনুরোধ করেছেন৷ এতদিন গোটা দেশের একটা বড় অংশের সমর্থন আদায় করে নিতে পেরেছিলেন আন্দোলনকারী কৃষকরা৷ কিন্তু মঙ্গলবারের ঘটনার পর তাঁরা যথেষ্টই চাপে৷
বাংলা খবর/ খবর/দেশ/
তাণ্ডবের দায় সমাজবিরোধীদের, চাপে পড়ে বিবৃতি দিল কৃষক সংগঠনদের যৌথ মঞ্চ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement