#নয়া দিল্লি: আরও অগ্নিগর্ভ হয়ে উঠছে দিল্লির পরিস্থিতি৷ রবিবার সন্ধ্যের পর থেকেই দিল্লিতে সিএএ ও এনআরসি পক্ষ বিপক্ষের দুই গোষ্ঠীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়৷ ঘটনায় মৃত্যু হয় দিল্লি পুলিশের এক কনস্টেবলের৷ গোকুলপুরীতে এই ঘটনা ঘটে৷ ঘটনায় আহত হয়েছেন পুলিশের এক অফিসারও৷ তাঁর নাম রতনলাল৷ এরপরই অবশ্য আরও মৃত্যুর খবর আসতে থাকে৷ জিটিবি হাসপাতালে এক সাধারণ মানুষকে নিয়ে আসা হয়, যাঁকে মৃত বলে ঘোষণা করে হাসপাতাল৷ এছাড়াও নতুন করে ২০ জনের আহত হওয়ার খবরও পাওয়া গিয়েছে৷ এককথায় সোমবারও রবিবারের পরিস্থিতি একটুও পালটায়নি৷ একদিকে যখন মার্কিন প্রেসিডেন্টের সফরের দিকে গোটা দেশের নজর রয়েছে, তখনই অন্যদিকে দিল্লিতে ভয়াবহ আকার ধারণ করল পরিস্থিতি৷
Very distressing news regarding disturbance of peace and harmony in parts of Delhi coming in. I sincerely urge Hon’ble LG n Hon'ble Union Home Minister to restore law and order n ensure that peace and harmony is maintained. Nobody should be allowed to orchestrate flagrations.
— Arvind Kejriwal (@ArvindKejriwal) February 24, 2020
খবর পাওয়া গিয়েছে, সোমবার জাফরাবাদ ও মৌজপুর এলাকায় দুটি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে প্রতিবাদীরা৷ দু’পক্ষের মধ্যে পাথর ছোড়ার ঘটনাও ঘটেছে৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এই দুই এলাকার মেট্রো স্টেশনের সমস্ত গেট বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন৷ দিল্লি মেট্রোরেল কর্তৃপক্ষের তরফ থেকে সেই কথা টুইট করে জানিয়েও দেওয়া হয়েছে৷ ফলে প্রায় ২৪ ঘণ্টার জন্য এই দুই স্টেশনের মেট্রো গেট বন্ধ হয়ে পড়ে রয়েছে বলে খবর৷ সূত্রের খবর, ঘটনাস্থলে আগুন লাগার খবর পেয়ে এলাকায় পৌঁছে গিয়েছিল একটি দমকল৷ সেই দমকলের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় ও কাঁদানে গ্যাস ছুড়তে হয় বলেও খবর পাওয়া গিয়েছে৷
Instructed @DelhiPolice and @CPDelhi to ensure that law and order is maintained in North East Delhi. The situation is being closely monitored. I urge everyone to exercise restraint for maintenance of peace and harmony.
— LG Delhi (@LtGovDelhi) February 24, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anti-CAA protest