Property Dispute Murder: দিদির নামে সম্পত্তি লিখে দিয়েছিল বাবা! রেগে দু'জনকেই চরম শিক্ষা দিল ভাই, জানুন ঘটনাটি...

Last Updated:

Property Dispute Murder: বারাণসীতে সম্পত্তি বিবাদ চরমে উঠলে, রাজেশ কুমার নামে এক ব্যক্তি নির্মমভাবে হত্যা করেন নিজের ৭৮ বছর বয়সী পিতা ও ৫০ বছর বয়সী দিদিকে, জানুন পুরো ঘটনাটি...

দিদির নামে সম্পত্তি লিখে দিয়েছিল বাবা! রেগে দু'জনকেই চরম শিক্ষা দিল ভাই, জানুন ঘটনাটি...
দিদির নামে সম্পত্তি লিখে দিয়েছিল বাবা! রেগে দু'জনকেই চরম শিক্ষা দিল ভাই, জানুন ঘটনাটি...
বারাণসী: সম্পত্তি নিয়ে বিবাদ চরমে। আর তার জেরেই যা হল ভাবতে পারবেন না। ভাই-এর হাতেই শেষ হয়ে গেল গোটা পরিবার।
বারাণসীতে এক মর্মান্তিক ঘটনায় এক ব্যক্তি তার বৃদ্ধ পিতা ও দিদিকে ইট ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করেছেন। সম্পত্তি নিয়ে বিবাদের জেরেই এই ভয়ানক হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে পুলিশ।
advertisement
advertisement
ভারুণা জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার নীতু কাত্যাল সংবাদ সংস্থা পিটিআই-কে জানান, অভিযুক্ত রাজেশ কুমার মঙ্গলবার প্রাতাপ নগর কলোনিতে পারিবারিক সম্পত্তি নিয়ে তর্ক-বিতর্কের সময় তার ৭৮ বছর বয়সী পিতা রূপ চন্দ্র ভারদ্বাজ এবং ৫০ বছর বয়সী দিদি শিবকুমারীকে নির্মমভাবে আঘাত করেন। ঘটনাস্থলেই দুইজনের মৃত্যু হয়।
পুলিশি তদন্তে জানা গিয়েছে, রূপ চন্দ্র ভারদ্বাজ একজন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী ছিলেন। তিনি প্রাতাপ নগর কলোনিতে জমি কিনে একটি বাড়ি নির্মাণ করেছিলেন। পরবর্তীতে তিনি সেই সম্পত্তির মালিকানা তার কন্যার নামে লিখে দেন। এ ঘটনায় রাজেশ কুমার ক্ষুব্ধ হয়ে ওঠে এবং ক্রমাগত পরিবারে উত্তেজনা বাড়তে থাকে। অবশেষে মঙ্গলবার সেই বিবাদ ভয়াবহ পরিণতির দিকে গড়ায়।
advertisement
প্রতিবেশীদের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে রাজেশ কুমার ও তার স্ত্রীকে হেফাজতে নেয়। বর্তমানে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করছে এবং তদন্তের ভিত্তিতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন।
ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর (NCRB) তথ্য অনুযায়ী, জমি ও সম্পত্তি সংক্রান্ত বিবাদ থেকে খুনের ঘটনা ভারতের বহু রাজ্যে উদ্বেগজনক হারে বাড়ছে। ২০১৭ থেকে ২০২২ সালের মধ্যে শুধুমাত্র উত্তরপ্রদেশেই জমি সংক্রান্ত বিবাদে ৩২৪৭টি খুনের ঘটনা ঘটেছে।
advertisement
হিন্দু উত্তরাধিকার (সংশোধন) আইন, ২০০৫ নারীদের সমান সম্পত্তির অধিকার দিলেও বাস্তব চিত্র অনেক জায়গায় ভিন্ন। বিহার এবং উত্তরপ্রদেশের মতো রাজ্যে এখনও বহু নারী পরিবার থেকে প্রবল বিরোধিতার মুখোমুখি হন এবং সম্পত্তির অধিকার থেকে বঞ্চিত হন।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Property Dispute Murder: দিদির নামে সম্পত্তি লিখে দিয়েছিল বাবা! রেগে দু'জনকেই চরম শিক্ষা দিল ভাই, জানুন ঘটনাটি...
Next Article
advertisement
Burdwan News: বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
বর্ধমান মাতালেন ব্যারেটো বাইচুং, ইস্ট মোহনের লড়াইয়ে জিতল কারা?
  • বর্ধমান মাতালেন হোসে রামিরেজ ব্যারেটো এবং বাইচুং ভুটিয়া। তাঁদের নাম এখনও ফুটবল প্রেমীদের মুখে মুখে ফেরে। সেই কিংবদন্তি ফুটবলারদের অতীত দিনের ঝলক আবার দেখা গেল বর্ধমানে। মাঠভর্তি দর্শক উপভোগ করল তাঁদের উদ্যম, উদ্দীপনা।

VIEW MORE
advertisement
advertisement