হোম /খবর /দেশ /
আহতদের সঙ্গে দেখা করতে AIIMS এ প্রিয়াঙ্কা গান্ধি, বৃন্দা কারাত

আহতদের সঙ্গে দেখা করতে AIIMS এ প্রিয়াঙ্কা গান্ধি, বৃন্দা কারাত, করলেন একাধিক ট্যুইট

রবিবার রাতে জেএনইউ ক্যাম্পাসে মুখোশধারীরা লাঠিসোটা হাতে হামলা চালায়

  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি : জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদে সরব দেশের সব প্রান্তের মানুষ ৷ আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ৷ JNU তে নক্কারজনকভাবে শিক্ষক ও পড়ুয়াদের ওপর হামলা চালানো হয় ৷ তাতে আহত ১৮ জন পড়ুয়া AIIMS-র ট্রমা সেন্টারে রয়েছেন ৷ সেখানেই গেছেন প্রিয়াঙ্কা ৷ এদিন হাসপাতালে আসেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাতও ৷

রবিবার রাতে জেএনইউ ক্যাম্পাসে মুখোশধারীরা লাঠিসোটা হাতে হামলা চালায় ৷ অভিযোগের তির এবিভিপি-র দিকে ৷ তারা বিশ্ববিদ্যালয়ের জিনিস ভাঙচুর করে এবং ছাত্র-ছাত্রী, শিক্ষক সকলকেই আঘাত করে ৷ ঘটনায় স্তম্ভিত সকলেই ৷

এদিনের ঘটনার পর একাধিক ট্যুইট করেন প্রিয়াঙ্কা গান্ধি ৷

6106dfda-682d-48ca-b595-87acff4a0233

6cba4b9c-8745-4956-ab4e-385e7063d135

রাজনৈতিক নেতা থেকে সংস্কৃতি দুনিয়ার তারকারা সকলেই নিগৃহত পড়ুয়াদের প্রতি সমবেদনা ব্যক্ত করার পাশাপাশি ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ এই ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ট্যুইট ক্ষোভ প্রকাশ করেছেন ৷

নিজের ট্যুইটে মমতা লিখেছেন , আমরা কড়াভাবে এই বর্বরোচিত ঘটনার নিন্দা করি ৷ জেএনইউতে শিক্ষক ও ছাত্রদের ওপর যেভাবে হামলা হয়েছে তা নক্কারজনক ৷ গণতন্দ্রের লজ্জা ৷ তৃণমূলের প্রতিনিধি দল দীনেস ত্রিবেদীর নেতৃত্বে দিল্লিতে রওনা হয়েছে ৷

 

মমতা বন্দ্যেপাধ্যায় ছাড়া রাহুল গান্ধি, শশী থারুর, অরবিন্দ কেজরিওয়ালরাও ঘটনার তীব্র নিন্দা করেন ৷ সকলেই নিজের মত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ৷ তালিকায় রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও৷

ফ্যাসিস্টদের হাতে শাসনভার এমনটাই দাবি বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ৷ অন্যদিকে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর মতে যা ঘটেছে তা নক্কারজনক , শিক্ষাঙ্গনে এ ঘটনা কখনই কাম্য নয় ৷ এদিকে বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে এই ঘটনার নিন্দা করা হয়েছে ৷ একাধিক ব্যক্তি যারা মুখ ঢেকে পড়ুয়া ও শিক্ষকদের ওপর হামলা চালানোর মতো নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের নিয়ে উত্তাল গোটা দেশ ৷ দিল্লি কমিশনারের কাছে অমিত শাহ এই গোটা ঘটনার রিপোর্ট চেয়েছেন ৷

বিজেপি অবশ্য নিজেদের ট্যুইটে এও দাবি করেছে ছাত্রদের নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করা হচ্ছে ৷ সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও এই ঘটনার পর ট্যুইট করেছেন ৷

Published by:Debalina Datta
First published:

Tags: Brinda Karat, JNU Ransack, JNU Violence, Priyanka Gandhi