#নয়াদিল্লি : জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদে সরব দেশের সব প্রান্তের মানুষ ৷ আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ৷ JNU তে নক্কারজনকভাবে শিক্ষক ও পড়ুয়াদের ওপর হামলা চালানো হয় ৷ তাতে আহত ১৮ জন পড়ুয়া AIIMS-র ট্রমা সেন্টারে রয়েছেন ৷ সেখানেই গেছেন প্রিয়াঙ্কা ৷ এদিন হাসপাতালে আসেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাতও ৷
রবিবার রাতে জেএনইউ ক্যাম্পাসে মুখোশধারীরা লাঠিসোটা হাতে হামলা চালায় ৷ অভিযোগের তির এবিভিপি-র দিকে ৷ তারা বিশ্ববিদ্যালয়ের জিনিস ভাঙচুর করে এবং ছাত্র-ছাত্রী, শিক্ষক সকলকেই আঘাত করে ৷ ঘটনায় স্তম্ভিত সকলেই ৷
এদিনের ঘটনার পর একাধিক ট্যুইট করেন প্রিয়াঙ্কা গান্ধি ৷
Wounded students at AIIMS trauma centre told me that goons entered the campus and attacked them with sticks and other weapons. Many had broken limbs and injuries on their heads. One student said the police kicked him several times on his head.
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) January 5, 2020
There is something deeply sickening about a government that allows and encourages such violence to be inflicted on their own children. — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) January 5, 2020
India has an established global reputation as a liberal democracy. Now Modi-Shah’s goons are rampaging through our universities, spreading fear among our children, who should be preparing for a better future..1/2
— Priyanka Gandhi Vadra (@priyankagandhi) January 5, 2020
.. To add insult to injury, BJP leaders are all over the media pretending that it wasn’t their goons who unleashed this violence. The people are not deceived. 2/2 — Priyanka Gandhi Vadra (@priyankagandhi) January 5, 2020
রাজনৈতিক নেতা থেকে সংস্কৃতি দুনিয়ার তারকারা সকলেই নিগৃহত পড়ুয়াদের প্রতি সমবেদনা ব্যক্ত করার পাশাপাশি ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ এই ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ট্যুইট ক্ষোভ প্রকাশ করেছেন ৷
নিজের ট্যুইটে মমতা লিখেছেন , আমরা কড়াভাবে এই বর্বরোচিত ঘটনার নিন্দা করি ৷ জেএনইউতে শিক্ষক ও ছাত্রদের ওপর যেভাবে হামলা হয়েছে তা নক্কারজনক ৷ গণতন্দ্রের লজ্জা ৷ তৃণমূলের প্রতিনিধি দল দীনেস ত্রিবেদীর নেতৃত্বে দিল্লিতে রওনা হয়েছে ৷
We strongly condemn brutality unleashed agst students/teachers in JNU. No words enough to describe such heinous acts. A shame on our democracy. Trinamool delegation led by Dinesh Trivedi (SajdaAhmed, ManasBhunia, VivekGupta) headed to DEL to show solidarity with #ShaheenBagh #JNU
— Mamata Banerjee (@MamataOfficial) January 5, 2020
মমতা বন্দ্যেপাধ্যায় ছাড়া রাহুল গান্ধি, শশী থারুর, অরবিন্দ কেজরিওয়ালরাও ঘটনার তীব্র নিন্দা করেন ৷ সকলেই নিজের মত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ৷ তালিকায় রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও৷
Horrifying images from JNU — the place I know & remember was one for fierce debates & opinions but never violence. I unequivocally condemn the events of today. This govt, regardless of what has been said the past few weeks, wants universities to be safe spaces for all students. — Nirmala Sitharaman (@nsitharaman) January 5, 2020
Have asked a delegation of @ProfCong Delhi to rush to JNU immediately with a lawyer & attempt to intervene with the authorities. Can't believe neither PM nor HM have condemned the violence happening on their watch in the nation's capital! @INCIndia https://t.co/GXeaGy8H2N
— Shashi Tharoor (@ShashiTharoor) January 5, 2020
The brutal attack on JNU students & teachers by masked thugs, that has left many seriously injured, is shocking. The fascists in control of our nation, are afraid of the voices of our brave students. Today’s violence in JNU is a reflection of that fear. #SOSJNU pic.twitter.com/kruTzbxJFJ — Rahul Gandhi (@RahulGandhi) January 5, 2020
I am so shocked to know abt the violence at JNU. Students attacked brutally. Police shud immediately stop violence and restore peace. How will the country progress if our students will not be safe inside univ campus?
— Arvind Kejriwal (@ArvindKejriwal) January 5, 2020
Have seen pictures of what is happening in #JNU. Condemn the violence unequivocally. This is completely against the tradition and culture of the university. — Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 5, 2020
ফ্যাসিস্টদের হাতে শাসনভার এমনটাই দাবি বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ৷ অন্যদিকে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর মতে যা ঘটেছে তা নক্কারজনক , শিক্ষাঙ্গনে এ ঘটনা কখনই কাম্য নয় ৷ এদিকে বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে এই ঘটনার নিন্দা করা হয়েছে ৷ একাধিক ব্যক্তি যারা মুখ ঢেকে পড়ুয়া ও শিক্ষকদের ওপর হামলা চালানোর মতো নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের নিয়ে উত্তাল গোটা দেশ ৷ দিল্লি কমিশনারের কাছে অমিত শাহ এই গোটা ঘটনার রিপোর্ট চেয়েছেন ৷
We strongly condemn the violence on JNU campus. This is a desperate attempt by forces of anarchy, who are determined to use students as cannon fodder, create unrest to shore up their shrinking political footprint. Universities should remain places of learning and education.
— BJP (@BJP4India) January 5, 2020
বিজেপি অবশ্য নিজেদের ট্যুইটে এও দাবি করেছে ছাত্রদের নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করা হচ্ছে ৷ সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও এই ঘটনার পর ট্যুইট করেছেন ৷
I condemn the brutal attack on the students of the JNU. Our Governor may kindly look beyond Bengal. Everyone should condemn this attack on the students & Teachers. — Dr Partha Chatterjee / ড. পার্থ চ্যাটার্জী (@itspcofficial) January 5, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Brinda Karat, JNU Ransack, JNU Violence, Priyanka Gandhi