আহতদের সঙ্গে দেখা করতে AIIMS এ প্রিয়াঙ্কা গান্ধি, বৃন্দা কারাত, করলেন একাধিক ট্যুইট

Last Updated:

রবিবার রাতে জেএনইউ ক্যাম্পাসে মুখোশধারীরা লাঠিসোটা হাতে হামলা চালায়

#নয়াদিল্লি : জওহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়ে পড়ুয়াদের ওপর হামলার ঘটনায় প্রতিবাদে সরব দেশের সব প্রান্তের মানুষ ৷ আহতদের দেখতে হাসপাতালে পৌঁছন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি ৷ JNU তে নক্কারজনকভাবে শিক্ষক ও পড়ুয়াদের ওপর হামলা চালানো হয় ৷ তাতে আহত ১৮ জন পড়ুয়া AIIMS-র ট্রমা সেন্টারে রয়েছেন ৷ সেখানেই গেছেন প্রিয়াঙ্কা ৷ এদিন হাসপাতালে আসেন সিপিআইএম নেত্রী বৃন্দা কারাতও ৷
রবিবার রাতে জেএনইউ ক্যাম্পাসে মুখোশধারীরা লাঠিসোটা হাতে হামলা চালায় ৷ অভিযোগের তির এবিভিপি-র দিকে ৷ তারা বিশ্ববিদ্যালয়ের জিনিস ভাঙচুর করে এবং ছাত্র-ছাত্রী, শিক্ষক সকলকেই আঘাত করে ৷ ঘটনায় স্তম্ভিত সকলেই ৷
এদিনের ঘটনার পর একাধিক ট্যুইট করেন প্রিয়াঙ্কা গান্ধি ৷
advertisement
advertisement
advertisement
6106dfda-682d-48ca-b595-87acff4a0233
advertisement
6cba4b9c-8745-4956-ab4e-385e7063d135
রাজনৈতিক নেতা থেকে সংস্কৃতি দুনিয়ার তারকারা সকলেই নিগৃহত পড়ুয়াদের প্রতি সমবেদনা ব্যক্ত করার পাশাপাশি ঘৃণ্য ঘটনার তীব্র নিন্দা করেছেন ৷ এই ঘটনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ট্যুইট ক্ষোভ প্রকাশ করেছেন ৷
নিজের ট্যুইটে মমতা লিখেছেন , আমরা কড়াভাবে এই বর্বরোচিত ঘটনার নিন্দা করি ৷ জেএনইউতে শিক্ষক ও ছাত্রদের ওপর যেভাবে হামলা হয়েছে তা নক্কারজনক ৷ গণতন্দ্রের লজ্জা ৷ তৃণমূলের প্রতিনিধি দল দীনেস ত্রিবেদীর নেতৃত্বে দিল্লিতে রওনা হয়েছে ৷
advertisement
advertisement
মমতা বন্দ্যেপাধ্যায় ছাড়া রাহুল গান্ধি, শশী থারুর, অরবিন্দ কেজরিওয়ালরাও ঘটনার তীব্র নিন্দা করেন ৷ সকলেই নিজের মত সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ৷ তালিকায় রয়েছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমনও৷
advertisement
ফ্যাসিস্টদের হাতে শাসনভার এমনটাই দাবি বিরোধী রাজনৈতিক দলের নেতৃবৃন্দের ৷ অন্যদিকে কেন্দ্রীয় সরকারের অর্থমন্ত্রীর মতে যা ঘটেছে তা নক্কারজনক , শিক্ষাঙ্গনে এ ঘটনা কখনই কাম্য নয় ৷ এদিকে বিজেপির পক্ষ থেকে সোশ্যাল মিডিয়ায় ট্যুইট করে এই ঘটনার নিন্দা করা হয়েছে ৷ একাধিক ব্যক্তি যারা মুখ ঢেকে পড়ুয়া ও শিক্ষকদের ওপর হামলা চালানোর মতো নক্কারজনক ঘটনা ঘটিয়েছে তাদের নিয়ে উত্তাল গোটা দেশ ৷ দিল্লি কমিশনারের কাছে অমিত শাহ এই গোটা ঘটনার রিপোর্ট চেয়েছেন ৷
বিজেপি অবশ্য নিজেদের ট্যুইটে এও দাবি করেছে ছাত্রদের নিজেদের উদ্দেশ্য সাধনের জন্য ব্যবহার করা হচ্ছে ৷ সমস্ত কেন্দ্রীয় নেতৃত্বের পাশাপাশি রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও এই ঘটনার পর ট্যুইট করেছেন ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আহতদের সঙ্গে দেখা করতে AIIMS এ প্রিয়াঙ্কা গান্ধি, বৃন্দা কারাত, করলেন একাধিক ট্যুইট
Next Article
advertisement
সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি, নিয়তির আশ্চর্য সমাপতন, নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা সুলক্ষণা পণ্ডিত
সঞ্জীব কুমারকে ভালবেসেও বিয়ে হয়নি,নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা
  • সঞ্জীব কুমারকে ভালবেসেছিলেন, কিন্তু বিয়ে হয়নি

  • নিয়তির আশ্চর্য সমাপতন

  • নায়কের মৃত্যুদিনেই শেষ নিশ্বাস ফেললেন আজীবনের প্রেমিকা

VIEW MORE
advertisement
advertisement