#লখনউ: যোগী রাজ্যে প্রিয়ঙ্কা গান্ধি বঢরাকে বাধা ও হেনস্তার অভিযোগ । উত্তরপ্রদেশ পুলিশের বিরুদ্ধে শারীরিক হেনস্থার অভিযোগ প্রিয়ঙ্কা গান্ধি বঢ়রার। গলা ধরে আটকানোর চেষ্টা। ধাক্কাধাক্কিতে মাটিতে পড়ে যান। নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভে উত্তপ্ত উত্তরপ্রদেশ ৷ শনিবার লখনউয়ে CAA বিরোধীদের সঙ্গে দেখা করতে গেলে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি আটকায় পুলিশ। গাড়ি থেকে নেমে প্রথমে স্কুটার। পরে প্রায় আড়াই কিলোমিটারের বেশি রাস্তা পায়ে হেঁটে অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার এসআর দারাপুরির বাড়ি পৌঁছন কংগ্রেস সাধারণ সম্পাদক। নাগরিকত্ব আইন বিরোধী বিক্ষোভে যোগ দিয়ে গ্রেফতার হন দারাপুরি।
গত ১৯ ডিসেম্বর নাগরিকত্ব আইনের বিরুদ্ধে আন্দোলন ঘিরে হিংসাত্মক ঘটনা ঘটেছিল লখনউতে। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে প্রাক্তন আইপিএস অফিসার ও সমাজকর্মী দারাপুরিকে গ্রেফতার করে পুলিশ। এদিন তাঁর পরিবারের সঙ্গে দেখা করার কথা ছিল প্রিয়াঙ্কা গান্ধি বঢ়রা ও কংগ্রেস নেতা কর্মীদের ৷অবসরপ্রাপ্ত অফিসারের পরিবারের সঙ্গে দেখা করতে শালিনপুরায় আসছিলেন প্রিয়াঙ্কা। তাঁকে আটকানোর নামে শারীরিক হেনস্থার অভিযোগ প্রিয়াঙ্কার। ধাক্কাধাক্কিতে রাস্তায় পড়ে যান প্রিয়াঙ্কা।Smt @priyankagandhi's car is forcefully stopped by UP police while on her way to meet the family of former IPS officer, S R Darapuri. pic.twitter.com/FC9nEdzJQ0
— Congress (@INCIndia) December 28, 2019
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anti-CAA protest, Citizenship Amendment Act, Congress, Priyanka Gandhi, UP, Yogi Adityanath