Madhya Prdesh elections: রাহুলকে নিয়ে রহস্য, মধ্যপ্রদেশের ভোট প্রচারে সব আলো একাই কেড়ে নিলেন প্রিয়ঙ্কা
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
সোমবার ইন্দোরে প্রিয়ঙ্কা গান্ধির জনসভা দেখে অনেকেই বলছেন, মধ্যপ্রদেশেআপাতত কংগ্রেসের প্রচারের ব্যাটন প্রিয়ঙ্কারই হাতে৷ প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথকে ছাড়াই প্রিয়ঙ্কার সভায় যেভাবে ভিড় হয়েছে, বিশেষত মহিলাদের মধ্যে যেভাবে প্রিয়ঙ্কাকে নিয়ে উৎসাহ, উদ্দীপনা দেখা গিয়েছে তাতে কংগ্রেস নেতৃত্বও ভরসা পাচ্ছেন৷ মধ্যপ্রদেশের মতো গুরুত্বপূর্ণ রাজ্যে কেন রাহুল গান্ধিকে ভোট প্রচারে দেখা যাচ্ছে না, কংগ্রেস কর্মী- সমর্থকদের মধ্যেও সেই প্রশ্ন উঠছে৷ তবে সূত্রের খবর, আগামী ৯ নভেম্বর থেকে ফের মধ্যপ্রদেশে প্রচারে আসবেন রাহুল গান্ধি৷ তার আগে সে রাজ্যে কংগ্রেসের প্রচারের মুখ হবেন প্রিয়ঙ্কাই৷
advertisement
আরও পড়ুন: জোড়-বিজোড় নিয়মে চলবে গাড়ি, বন্ধ স্কুল! দূষণে বিধ্বস্ত দিল্লিতে জোড়া সিদ্ধান্ত আপ সরকারের
advertisement
গত অক্টোবর মাসের ১০ তারিখ শেষ বার মধ্যপ্রদেশে সভা করে যান রাহুল গান্ধি৷ এর পর ভোটমুখী ছত্তীসগড়, তেলেঙ্গানা এবং মিজোরামেও প্রচার করেছেন তিনি৷ কংগ্রেস নেতারা অবশ্য দাবি করেছেন, আগামী ৯ তারিখ থেকে একটানা মধ্যপ্রদেশে জোর কদমে প্রচার সারবেন রাহুল৷
advertisement
রাহুলের অনুপস্থিতিতে অবশ্য কংগ্রেসের হয়ে ভোটারদের মন জয়ের চেষ্টায় ত্রুটি রাখছেন না প্রিয়ঙ্কা৷ মূলত মহিলা ভোটারদের মন কংগ্রেসের ঘোষিত একের পর এক প্রতিশ্রুতি তুলে ধরেছেন তিনি৷ যেমন মহিলাদের মাসিক ১৫০০ টাকার ভাতা, কন্যাসন্তানদের জন্য জন্ম থেকে বিয়ে পর্যন্ত মোট সাড়ে ৩ লক্ষ টাকার অনুদান দেওয়ার প্রকল্প, সস্তায় বিদ্যুৎ পরিষেবা, ৫০০ টাকায় রান্নার গ্যাস, স্কুল পড়ুয়াদের জন্য মাসে ৫০০ থেকে ১৫০০ টাকার অনুদান দেওয়ার কথাও মনে করিয়ে দেন প্রিয়ঙ্কা৷
advertisement
প্রিয়ঙ্কার সমর্থনে আসা অনেক মহিলাকেই বলতে শোনা গেল, উনি নিজে মেয়ে বলেই আমাদের মতো মহিলােদরে সমস্যা বুঝবেন৷ আবার আর একজন মহিলার কথায়, প্রিয়ঙ্কা গান্ধি নারী কক্ষমতায়মণের প্রতীক৷ মাটির কাছাকাছি থেকে উনি রাজনীতি করেন, আমাদের অনুপ্রাণিত করেন৷
তবে এই সুযোগে রাহুলকে নিয়ে কংগ্রেসকে বিঁধতে ছাড়েননি বিজেপি নেতারা৷ তাঁরা বলছেন, মধ্যপ্রদেশের কংগ্রেস নেতাদের রাহুল গান্ধির উপরে ভরসাই নেই৷ তাই তাঁরা প্রিয়ঙ্কা গান্ধিকে দিয়েই প্রচার চালাচ্ছেন৷
advertisement
শুধু মধ্যপ্রদেশ নয়, রাজস্থানের ভোটে প্রচারেও সেভাবে দেখা যায়নি রাহুল৷ অথচ যে রাজ্যগুলিতে বিধানসভা নির্বাচন ঘোষণা হয়েছে, তার মধ্যে রাজস্থান এবং মধ্যপ্রদেশই সবথেকে গুরুত্বপূর্ণ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 07, 2023 5:45 PM IST