এই দীপাবলী জওয়ানদের উৎসর্গ করা হোক: মন কী বাত-এ বললেন মোদি

Last Updated:

যাদের জন্য আমরা রাতে শান্তিতে ঘুমোতে পারি, সেই জওয়ানদেরই এবছরের দীপাবলি উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷

#নয়াদিল্লি: যাদের জন্য আমরা রাতে শান্তিতে ঘুমোতে পারি, সেই জওয়ানদেরই এবছরের দীপাবলি উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ মন কী বাত-এর ২৫তম শোয়ে দেশবাসীকে দীপাবলির শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে ভারতীয় জওয়ানদেরও বিশেষ শুভেচ্ছা বার্তা দিলেন প্রধানমন্ত্রী ৷
এদিনের অনুষ্ঠানে উরির নিহত ১৯ জওয়ান সহ পাক সেনার গুলিতে শহীদ বাকি জওয়ানদের শ্রদ্ধা জানিন তিনি ৷ অনুষ্ঠান মঞ্চ ইসলামাবাদের উদ্দেশ্য কড়া বার্তা দেন মোদি ৷
দীপাবলির সম্বন্ধে বলতে গিয়ে নরেন্দ্র মোদি বলেন, ‘অন্ধকার শেষে আলোয় ফেরার উৎসব দীপাবলি ৷ এই দিনে অশুভ শক্তি বিনাশ শেষে শুভ শক্তির উদয় ঘটে ৷ এখন দীপাবলি গোটা বিশ্বে উদযাপিত হয় ৷ সব উৎসবই কিছু না কিছু শেখায় ৷’
advertisement
advertisement
আজকের মন কী বাত আক্ষরিক অর্থে দেশের জওয়ানদের উদ্দেশ্যে সমর্পিত ছিল ৷ নিজের রেডিও শোয়ে ভারতীয় সেনার সাহসিতার ভূয়সী প্রশংসা করে মোদি বলেন, ‘এই দীপাবলী জওয়ানদের উৎসর্গ করা হোক ৷ ভারতীয় সেনার সাহসিকতাকে স্যালুট ৷ দেশবাসী আমাদের সেনার জন্য গর্বিত ৷’ তিনি আরও বলেন, ‘বায়ুসেনা থেকে শুরু করে নৌ সেনা, অসম রাইফেলস থেকে শুরু করে বিএসএফ সমস্ত সেনা জওয়ানরা তাদের দায়িত্ব বীরত্বের সঙ্গে পালন করছেন বলেই আমরা সুরক্ষিত ৷ আমরা রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারছি ৷ ’
advertisement
দীপাবলি শুধু ভারতেই নয় আন্তর্জাতিক মঞ্চেও পরিচিত উৎসব ৷ মোদি এই শোয়ে জানান, বিভিন্ন দেশের রাষ্ট্রনেতারাও দীপাবলি পালন করছেন ৷
এই রেডিও অনুষ্ঠান থেকেই আরও একবার কন্যাসন্তানদের এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দেন প্রধানমন্ত্রী ৷ ‘বেটি বাঁচাও’ নিয়ে মোদি এদিন বলেন, ‘ছেলে ও মেয়ের বিভেদ ভুলতে হবে ৷ সমস্ত ঐতিহ্য ও সংস্কার দূরে থাকুক ৷ সমান চোখে দেখতে হবে মেয়েদের ৷ তাহলেই আমরা দ্রুত এগিয়ে যাব ৷’
advertisement
আগামীকাল সরকারের তরফ থেকে দেশজুড়ে বল্লভভাই পটেল ও ইন্দিরা গান্ধি স্মরণ করা হবে বলেও জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ দুই রাষ্ট্রনায়কের জন্মদিন পালনের সঙ্গে সঙ্গে তাদের কৃতিত্বকেও স্মরণ করা হবে ৷
অনুষ্ঠানের পর হিমাচলের কিন্নৌর জেলায় সুমডোয় জওয়ানদের সঙ্গে দীপাবলি শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী মোদি ৷ সুমডোয় ITBP, সেনা ও ডোগরা স্কাউটদের সঙ্গে সাক্ষাতে দীপাবলি শুভেচ্ছা দেন প্রধানমন্ত্রী মোদি ৷ একই সঙ্গে চাংডো গ্রামে পাহাড়ি আদিবাসীদের সঙ্গে দেখা করেও দীপাবলি শুভেচ্ছা বিনিময় করেন ৷
বাংলা খবর/ খবর/দেশ/
এই দীপাবলী জওয়ানদের উৎসর্গ করা হোক: মন কী বাত-এ বললেন মোদি
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement