সাংবাদিকদের সঙ্গে ‘দিওয়ালি মিলন’-এ মোদি
Last Updated:
মিডিয়া সম্পাদকদের সঙ্গে শনিবার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সাক্ষাৎ উপলক্ষে বিজেপি সদর দফতরে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠান ৷ ‘দিওয়ালি মিলন’ নামে এই অনুষ্ঠানে দলের তাবড় তাবড় নেতাদের সঙ্গে হাজির ছিলেন সাংবাধিক মহলের প্রতিনিধিরাও ৷
#নয়াদিল্লি: মিডিয়া সম্পাদকদের সঙ্গে শনিবার বৈঠক করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ এই সাক্ষাৎ উপলক্ষে বিজেপি সদর দফতরে আয়োজন করা হয়েছিল একটি অনুষ্ঠান ৷ ‘দিওয়ালি মিলন’ নামে এই অনুষ্ঠানে দলের তাবড় তাবড় নেতাদের সঙ্গে হাজির ছিলেন সাংবাধিক মহলের প্রতিনিধিরাও ৷ ব্যবস্থা করা হয়েছিল মধ্যাহ্নভোজেরও ৷ এদিন বৈঠকে বিজেপি সভাপতি অমিত শাহের পাশাপাশি উপস্থিত ছিলেন দলের বিভিন্ন নেতা ও মন্ত্রীরা ৷ হাজির ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী ভেঙ্কাইয়া নাইডু এবং নির্মলা সিতারমন ৷ এর ঠিক এক দিন আগেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ও মনমোহন সিং-য়ের সঙ্গেও বৈঠক করেছিলেন প্রধানমন্ত্রী মোদি ৷
সূত্রের খবর , অনেক দিন আগেই হওয়ার কথা ছিল এই ‘দিওয়ালি মিলন’ অনুষ্ঠানটি ৷ কিন্তু মোদির ব্যস্ত কর্মসূচীর জন্য তা পিছিয়ে গিয়েছিল ৷ এর আগে ২০১৪ সালেও মিডিয়া সম্পাদকদের সঙ্গে সাক্ষাৎকারের জন্য একইরকম একটি অনুষ্ঠান আয়োজন করেছিলেন মোদি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Nov 28, 2015 3:42 PM IST







