Primary TET Examination New Rule: টেট নিয়ে একগুচ্ছ নির্দেশ! কী কী নিয়ে ঢোকা যাবে না পরীক্ষাকেন্দ্রে, জানিয়ে দিল পর্ষদ
- Written by:SOMRAJ BANDOPADHYAY
- news18 bangla
- Published by:Satabdi Adhikary
Last Updated:
অন্যদিকে, টেটের দিন অতিরিক্ত পরিষেবা চালু করতে চলেছে কলকাতা মেট্রোর নর্থ সাউথ লাইন। ১৩০ টির জায়গায় মোট ২৩ টি সার্ভিস চালাবে মেট্রো।
কলকাতা: আগামী রবিবার, অর্থাৎ, ২৪ ডিসেম্বরেই রাজ্যজুড়ে হতে চলেছে প্রাথমিকের শিক্ষক নিয়োগ পরীক্ষা টেট৷ অন্যদিকে, সেদিনই ব্রিগেড ময়দানে রয়েছে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠে’র অনুষ্ঠান৷ যদিও, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সেই অনুষ্ঠানে যোগ দিতে আসার কথা থাকলেও ব্যস্ততার জন্য তিনি আসতে পারছেন না বলে জানিয়ে দিয়েছে তাঁর দফতর৷ এবারের টেট নিয়ে নিয়মে বেশ কিছু রদবদল আনা হয়েছে বলে সূত্রের খবর৷ পরীক্ষাকেন্দ্রে ঢোকার বিষয়েও থাকছে বাড়তি নিরাপত্তা বলয়৷ বিভিন্ন নিয়ম কানুন এবং টেট-এর সার্বিক ব্যবস্থাপনা নিয়ে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে বিভিন্ন জেলাগুলির সঙ্গে ভার্চুয়াল বৈঠক হয় আজ, বুধবার৷ সেই বৈঠকেই বিভিন্ন জেলার পরীক্ষা কেন্দ্রগুলিকে প্রাথমিক শিক্ষা পর্ষদ বিশেষ নির্দেশ দিয়েছে বলে জানা গিয়েছে।
রবিবার রাজ্যজুড়ে টেট দিচ্ছেন তিন লক্ষ দশ হাজারেরও বেশি পরীক্ষার্থী। জানা গিয়েছে, প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশিকায় জানানো হয়েছে, পরীক্ষা শুরু আড়াই ঘণ্টা আগে থেকে পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। রবিবারের টেট-কে কেন্দ্র করে বাড়তি সতর্কতা অবলম্বন করছে প্রাথমিক শিক্ষা পর্ষদ।
আরও পড়ুন: সাংসদদের ‘হোম টাস্ক’ দিয়ে দিলেন মমতা! অভিষেকের উপস্থিতিতেই সংসদে দাঁড়িয়ে বিশেষ নির্দেশ
জানা গিয়েছে, দু’টি পর্যায় নিরাপত্তা বলয় অতিক্রম করেই পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। প্রথম পর্যায়ে মেটাল ডিটেক্টর দিয়ে তল্লাশি, দ্বিতীয় পর্যায়ে ফ্রিস্কিং করা হবে পরীক্ষার্থীদের। তবেই পরীক্ষার্থীরা ঢুকতে পারবেন পরীক্ষাকেন্দ্রে। মহিলারা শাঁখা-পলা বা মঙ্গলসূত্র পরে থাকলেও তা ভাল করে চেক করতে হবে। ‘ধাতু’ জাতীয় কোনও জিনিস থাকলে, তা ভিতরে নিয়ে ঢোকা যাবে না।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘দিদি আপনার পা কেমন আছে?’, দেখা হতেই প্রথম প্রশ্ন মোদির, মমতাকে ঘুরিয়ে দেখালেন দফতরও
অন্যদিকে, টেটের দিন অতিরিক্ত পরিষেবা চালু করতে চলেছে কলকাতা মেট্রোর নর্থ সাউথ লাইন। ১৩০ টির জায়গায় মোট ২৩ টি সার্ভিস চালাবে মেট্রো। সকাল ৯ টার পরিবর্তে ৬:৫০ থেকেই দমদম এবং কবি সুভাষ থেকে চালু হয়ে যাবে মেট্রো পরিষেবা। ৭:০০ টা থেকে দক্ষিণেশ্বর মেট্রো থেকে পরিষেবা পাবেন যাত্রীরা। যদিও অপরিবর্তিত থাকতে চলেছে দিনের শেষ মেট্রোর সময়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
West Bengal
First Published :
Dec 20, 2023 4:51 PM IST









