Mamata Banerjee: সাংসদদের ‘হোম টাস্ক’ দিয়ে দিলেন মমতা! অভিষেকের উপস্থিতিতেই সংসদে দাঁড়িয়ে বিশেষ নির্দেশ

Last Updated:

এই জন সংযোগ ও প্রচারের সময়কালে সাংসদেরা কী ভাবে নিজেদের শরীর সুস্থ রাখবেন এদিন তাঁদের সেই টিপসও দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

নয়াদিল্লি: শীতকালীন অধিবেশনে দলের সাংসদদের ‘পারফর্ম্যান্স’ নিয়ে সন্তুষ্ট তিনি৷ সংসদ ভবনে দাঁড়িয়েই রাজ্যসভা ও লোকসভার সাংসদদের দরাজ সার্টিফিকেট দিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ পাশাপাশি দিলেন বিশেষ নির্দেশও৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাতের পরে এদিন মমতা ঘুরে দেখেন সংসদ চত্বরের একাধিক জায়গা৷
এদিন প্রধানমন্ত্রীর সাক্ষাৎকারের পরে সাংবাদিক সম্মেলন করেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ সেখান থেকে যান সংসদের সেন্ট্রাল হলে। দেখা করেন কেরলের সাংসদদের সঙ্গে। তারপরে মমতা যান সংসদের দলীয় অফিসে।
সেখানেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে তিনি বলেন, ‘‘তোমাদের পারফর্ম্যান্সে আমি খুশি। সংসদ শেষ হলেই এবার নিজের এলাকায় যাও। জনসংযোগ শুরু করে দাও।’’ অর্থাৎ, চব্বিশের লোকসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি শুরু করে দেওয়ার নির্দেশ এসে গেল স্বয়ং নেত্রীর কাছ থেকে৷
advertisement
advertisement
আরও পড়ুন: কেন্দ্র ও রাজ্যের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হবে, মোদির সঙ্গে বৈঠকের পর বললেন মমতা
এই জন সংযোগ ও প্রচারের সময়কালে সাংসদেরা কী ভাবে নিজেদের শরীরকে সুস্থ রাখবেন, এদিন তা নিয়েও তাঁদের টিপস দেন মমতা বন্দ্যোপাধ্যায়।
advertisement
বুধবার প্রায় ২০ মিনিট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৈঠক থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বললেন, ‘‘রাজ্যের প্রাপ্ত অর্থ নিয়ে কথা হয়েছে নরেন্দ্র মোদির সঙ্গে৷ তিনি মন দিয়ে সবটা শুনেছেন৷ বলা হয়েছে, রাজ্যের উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে কেন্দ্রের উচ্চপর্যায়ের অধিকারিকদের একটি বৈঠক হবে৷ সেখানে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷’’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata Banerjee: সাংসদদের ‘হোম টাস্ক’ দিয়ে দিলেন মমতা! অভিষেকের উপস্থিতিতেই সংসদে দাঁড়িয়ে বিশেষ নির্দেশ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement