Mamata-Modi Meeting: কেন্দ্র ও রাজ্যের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হবে, মোদির সঙ্গে বৈঠকের পর বললেন মমতা

Last Updated:

Mamata-Modi Meeting: মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হল ২০ মিনিটের৷

দিল্লিতে মমতা
দিল্লিতে মমতা
নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হল ২০ মিনিটের৷ বুধবার দিল্লিতে দু’জনের মধ্যে বৈঠক হল৷ বৈঠক থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বললেন, ‘রাজ্যের প্রাপ্ত অর্থ নিয়ে কথা হয়েছে নরেন্দ্র মোদির সঙ্গে৷ তিনি মন দিয়ে সবটা শুনেছেন৷ বলা হয়েছে, রাজ্যের উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে কেন্দ্রের উচ্চপর্যায়ের অধিকারিকদের একটি বৈঠক হবে৷ সেখানে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷’
মমতা এদিন বাইরে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা, আমাদের ১০ জন সাংসদদের দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলাম৷ আমরা রাজ্যের চাহিদা নিয়ে আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি৷ তিনি মন দিয়ে সবটা শুনেছেন৷ তিনি আমাদের বলেছেন, কিছু ক্ল্যারিফিকেশন নিয়ে সমস্যার কারণে হয়ত টাকা আটকে আছে৷ আমরা বলেছিল, ১৫১টি কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে৷ তাঁদের কাছে সমস্ত ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে, তার পরেও টাকা আটকে আছে৷ আবার নতুন করে কী ক্ল্যারিফিকেশ দেওয়ার আছে৷’
advertisement
পাশাপাশি তিনি জানান, ‘এরপরেও যদি কোনও ক্ল্যারিফিকেশন দেওয়ার বাকি থাকে, তা হলে তাও দেওয়া হবে৷ এই কারণে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে কেন্দ্র ও রাজ্যের উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে৷ সেখানে বিস্তারিত ক্ল্যারিফিকেশন দেওয়া হবে৷ সেই বৈঠক দ্রুতই করা হবে৷ রাজ্যের পাওনা মোট ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা৷ এর আগে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি৷ কেন্দ্রীয় আবাস যোজনার টাকা, স্বাস্থ্য মিশনের টাকা দিচ্ছে না কেন্দ্র, ১০০ দিনের টাকাও দিচ্ছে না৷ এগুলি দিতে হবে৷’
advertisement
advertisement
এ ছাড়াও মমতা এ’দিন স্পষ্ট করেন, ইন্ডিয়া জোটের মিটিংয়ে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তিনি মল্লিকার্জুন খড়্গের নাম বলেছি৷ এই বিষয়ে সমর্থন করেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ এ ছাড়াও ভিবিপ্যাট কাউন্টিংয়ের কথাও তিনি বলেছেন বলেই জানিয়েছেন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata-Modi Meeting: কেন্দ্র ও রাজ্যের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হবে, মোদির সঙ্গে বৈঠকের পর বললেন মমতা
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার? জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?
  • সাপ্তাহিক রাশিফল ১২ – ১৮ জানুয়ারি, ২০২৬

  • দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে আপনার?

  • জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement