Mamata-Modi Meeting: কেন্দ্র ও রাজ্যের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হবে, মোদির সঙ্গে বৈঠকের পর বললেন মমতা

Last Updated:

Mamata-Modi Meeting: মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হল ২০ মিনিটের৷

দিল্লিতে মমতা
দিল্লিতে মমতা
নয়াদিল্লি: মমতা বন্দ্যোপাধ্যায় ও নরেন্দ্র মোদির মধ্যে বৈঠক হল ২০ মিনিটের৷ বুধবার দিল্লিতে দু’জনের মধ্যে বৈঠক হল৷ বৈঠক থেকে বেরিয়ে এসে মুখ্যমন্ত্রী বললেন, ‘রাজ্যের প্রাপ্ত অর্থ নিয়ে কথা হয়েছে নরেন্দ্র মোদির সঙ্গে৷ তিনি মন দিয়ে সবটা শুনেছেন৷ বলা হয়েছে, রাজ্যের উচ্চপর্যায়ের আধিকারিকদের সঙ্গে কেন্দ্রের উচ্চপর্যায়ের অধিকারিকদের একটি বৈঠক হবে৷ সেখানে এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে৷’
মমতা এদিন বাইরে বেরিয়ে সাংবাদিকদের বলেন, ‘আমরা, আমাদের ১০ জন সাংসদদের দল প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসলাম৷ আমরা রাজ্যের চাহিদা নিয়ে আমরা প্রধানমন্ত্রীকে জানিয়েছি৷ তিনি মন দিয়ে সবটা শুনেছেন৷ তিনি আমাদের বলেছেন, কিছু ক্ল্যারিফিকেশন নিয়ে সমস্যার কারণে হয়ত টাকা আটকে আছে৷ আমরা বলেছিল, ১৫১টি কেন্দ্রীয় দল রাজ্যে এসেছে৷ তাঁদের কাছে সমস্ত ক্ল্যারিফিকেশন দেওয়া হয়েছে, তার পরেও টাকা আটকে আছে৷ আবার নতুন করে কী ক্ল্যারিফিকেশ দেওয়ার আছে৷’
advertisement
পাশাপাশি তিনি জানান, ‘এরপরেও যদি কোনও ক্ল্যারিফিকেশন দেওয়ার বাকি থাকে, তা হলে তাও দেওয়া হবে৷ এই কারণে একটি উচ্চ পর্যায়ের বৈঠক হবে কেন্দ্র ও রাজ্যের উচ্চ পর্যায়ের আধিকারিকদের নিয়ে৷ সেখানে বিস্তারিত ক্ল্যারিফিকেশন দেওয়া হবে৷ সেই বৈঠক দ্রুতই করা হবে৷ রাজ্যের পাওনা মোট ১ লক্ষ ১৬ হাজার কোটি টাকা৷ এর আগে তিনবার প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছি৷ কেন্দ্রীয় আবাস যোজনার টাকা, স্বাস্থ্য মিশনের টাকা দিচ্ছে না কেন্দ্র, ১০০ দিনের টাকাও দিচ্ছে না৷ এগুলি দিতে হবে৷’
advertisement
advertisement
এ ছাড়াও মমতা এ’দিন স্পষ্ট করেন, ইন্ডিয়া জোটের মিটিংয়ে প্রধানমন্ত্রীর মুখ হিসাবে তিনি মল্লিকার্জুন খড়্গের নাম বলেছি৷ এই বিষয়ে সমর্থন করেছেন অরবিন্দ কেজরিওয়াল৷ এ ছাড়াও ভিবিপ্যাট কাউন্টিংয়ের কথাও তিনি বলেছেন বলেই জানিয়েছেন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mamata-Modi Meeting: কেন্দ্র ও রাজ্যের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হবে, মোদির সঙ্গে বৈঠকের পর বললেন মমতা
Next Article
advertisement
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার অনুনয় সুদ প্রয়াত, বয়স হয়েছিল ৩২
  • প্রয়াত অনুনয় সুদ

  • প্রখ্যাত ট্র্যাভেল ইনফ্লুয়েন্সার এবং ফটোগ্রাফার

  • বয়স হয়েছিল ৩২

VIEW MORE
advertisement
advertisement