বিশাখাপত্তনমের কারখানা থেকে বিষাক্ত Styrene গ্যাস নির্গমনেই বিপত্তি !
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
গ্যাস লিক হওয়ার পরেই কারখানায় থাকা নিরাপত্তারক্ষীরা অনেকে অজ্ঞান হয়ে পড়েন ৷
#বিশাখাপত্তনম: ২০২০ যেন এক অভিশপ্ত বছর ৷ একের পর এক দুঃসংবাদ প্রতিদিনই পাওয়া যাচ্ছে সর্বত্র ৷ করোনার জেরে বিপর্যস্ত মানুষ ৷ দীর্ঘদিন ধরে লকডাউন চলছে দেশে ৷ লকডাউনের ধাক্কা কাটিয়ে উঠে যখন সবে অন্ধ্রের মানুষ একটু ছন্দে ফেরার চেষ্টা করছেন, ঠিক সেইসময়েই ভয়ঙ্কর দুর্ঘটনা ৷
#BREAKING – Migrant train movement stopped near Vishakhapatnam. The train movements have been stopped due to gas leak, they are now being diverted.@payalmehta100 with details.#IndiaFightsCOVID19 #TotalLockdown #StayHome pic.twitter.com/0XxwliKFdm
— CNNNews18 (@CNNnews18) May 7, 2020
advertisement
অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের একটি রাসায়নিক কারখানা থেকে বৃহস্পতিবার রাতে বিষাক্ত গ্যাস নিঃসৃত হয়ে এক শিশু-সহ মৃত্যু হয়েছে আট জনের। ঘটনার জেরে আশে পাশের এলাকার প্রায় ৩০০ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাঁদের ভর্তি করা হয়েছে বিশাখাপত্তনমের কিং জর্জ হাসপাতালে। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর একটি দল সেখানে পৌঁছে উদ্ধারের কাজ চালাচ্ছে।
advertisement
The Greater Visakhapatnam Municipal Corporation is blowing water through mist blowers to subside the effect of Styrene Gas leak at Gopalapatnam area of Visakhapatnam.#Visakhapatnam #VizagGasLeak https://t.co/tdzoAnSSko pic.twitter.com/MPR27IfaUz
— News18.com (@news18dotcom) May 7, 2020
বৃহস্পতিবার রাত আড়াইটা নাগাদ দুর্ঘটনাটি ঘটে ৷ প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, বিষাক্ত পলি ভিনাইল ক্লোরাইড গ্যাস (Poly Vinyl chloride gas or may be Styrene) নিঃসৃত হয় এলজি পলিমার্সের কারখানা থেকে ৷ গ্যাস নির্গমনের পরেই কারখানায় থাকা নিরাপত্তারক্ষীরা অনেকে অজ্ঞান হয়ে পড়েন ৷ কয়েকজনের শ্বাসকষ্ট শুরু হয় ৷ দ্রুত ছড়াতে থাকে সেই গ্যাস ৷ ভোর সাড়ে চারটের দিকে আশপাশের এলাকার বাসিন্দাদের চোখ জ্বালা ও শ্বাসকষ্ট শুরু হতে থাকে। অনেকেই আতঙ্কে বাড়ি ছেড়ে রাস্তায় নেমে পড়েন ৷
advertisement
There was styrene gas leak. We have evacuated the village. Now we are conducting door-to-door search: RK Meena, CP Visakhapatnam City. #AndhraPradesh #VizagGasLeak
— ANI (@ANI) May 7, 2020
বিশাখাপত্তনমের দক্ষিণ শহরতলির কাছে গোপালপট্টমন এলাকায় রয়েছে এলজি পলিমার ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড নামের ওই রাসায়নিক কারখানা। মূলত পলিস্টার পলিথিন তৈরি হত ওই কারখানায়। সেই কাজে ব্যবহার করা হত Styrene গ্যাস। যা মানব শরীরের পক্ষে বিষাক্ত।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 07, 2020 11:39 AM IST