নমো অ্যাপের জনপ্রিয়তা কাজে লাগিয়ে কর্ণাটক নির্বাচনে বাজিমাত করতে চাইছে বিজেপি
Last Updated:
এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ার সব থেকে জনপ্রিয় ব্যক্তিত্ব ৷ ৯৭ মিলিয়ন ফ্যান ফলোয়ার নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সর্বকালের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েছেন ৷ তাঁর সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার এই মুহূর্তে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের দ্বিগুণ ৷
#নয়াদিল্লি: এই মুহূর্তে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ার সব থেকে জনপ্রিয় ব্যক্তিত্ব ৷ ৯৭ মিলিয়ন ফ্যান ফলোয়ার নিয়ে নরেন্দ্র মোদি সর্বকালের জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হয়েছেন ৷ তাঁর সোশ্যাল মিডিয়ার ফ্যান ফলোয়ার এই মুহূর্তে আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পেরও দ্বিগুণ ৷
আরও পড়ুন : রাজ্যে বিজেপির লোকসভা ও বিধানসভা নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করবে সার্ভে কমিটি, নির্দেশ অমিত শাহের
এবার কর্ণাটক নির্বাচনে প্রধানমন্ত্রীর এই জনপ্রিয়তা কাজে লাগাতে চাইছে বিজেপি ৷ ইতিমধ্যেই নমো অ্যাপের সাহায্যে প্রাথমিক জনসংযোগ শুরু করেদিয়েছেন স্বয়ং প্রধানমন্ত্রী ৷ গত সপ্তাহেই নমো অ্যাপের মাধ্যমেই কর্ণাটকের কৃষকদের সঙ্গে কথা বলে তাঁদের অভাব অভিযোগ শোনেন প্রধানমন্ত্রী ৷
advertisement
advertisement
সূত্রের খবর, প্রধানমন্ত্রীর এই নমো অ্যাপের এক জনমত সমীক্ষায় জানা গিয়েছে প্রায় নব্বই শতাংশ মানুষ নোটবন্দিকে সমর্থন করেছেন ৷ তাই সোশ্যাল মিডিয়ায় প্রধানমন্ত্রীর জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে কর্ণাটক নির্বাচনে বাজিমাত করতে চাইছে বিজেপির জাতীয় ও স্থানীয় নেতৃত্ব ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 04, 2018 4:49 PM IST