দেবমূর্তির গলায় মালা পরাতে গিয়ে পুরোহিতের মৃত্যু ! দেখুন সেই মর্মান্তিক ভিডিও--
Last Updated:
#তামিলনাডু: তামিলনাডুর নমক্কালের এক মন্দির! নিষ্ঠাভরে চলছে পুজো আচ্চা, নিয়মরীতি পালন! দেবমূর্তির গলায় মালা পরাতে উঁচু এক পৈঠার উপর উঠেছেন পুরোহিত। কিন্তু তারপরেই ঘটে গেল ভয়ঙ্কার সেই ঘটনা! আচমকাই পৈঠা থেকে পড়ে গেলেন পুরোহিত। চোট এতটাই গুরুতর ছিল যে শেষপর্যন্ত বাঁচানো যায়নি পুরোহিতকে। মন্দিরে উপস্থিত এক ভক্তের মোবাইলে ধরা পড়ে মর্মান্তিক সেই ঘটনা ! এই মুহূর্তে সেই ভিডিও ভাইরাল ইন্টারনেটে --
দেখুন সেই ভিডিও--
advertisement
জানা গিয়েছে, ৪২ বছর বয়সি ওই পুরোহিতের নাম ভেঙ্কটেশ। তিনি উঁচু থামের সঙ্গে লাগানো এক পৈঠা থেকে দেবমূর্তিতে মালা পরাচ্ছিলেন। হঠাৎ করেই নীচে পড়ে যান। মুহূর্তে হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি! শেষ নিশ্বাস ত্যাগ করেন ভেঙ্কটেশ।
advertisement
Location :
First Published :
January 29, 2019 5:05 PM IST