Presidential Election : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী কে? আসরে নামল কংগ্রেস

Last Updated:

Presidential Election : শীঘ্রই তৃণমূল, এনসিপি, শিবসেনা, ডিএমকে-সহ অন্যান্য দলের নেতা-নেত্রীদের নিয়ে বৈঠকের আয়োজন করছে কংগ্রেস।

Presidential Election
Presidential Election
#নয়াদিল্লি : রাষ্ট্রপতি নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই বিরোধী শিবিরের প্রার্থী কে হবেন, তা নিয়ে তোড়জোড় শুরু হয়ে গেল। শীঘ্রই তৃণমূল, এনসিপি, শিবসেনা, ডিএমকে-সহ অন্যান্য দলের নেতা-নেত্রীদের নিয়ে বৈঠকের আয়োজন করছে কংগ্রেস।
প্রসঙ্গত উল্লেখ্য, ১৮ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন। বৃহস্পতিবার জানিয়েছে নির্বাচন কমিশন। আর তারপরেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধির নির্দেশে 'বিরোধী শিবিরের মুখ' বাঁচতে আসরে নেমে পড়লেন কংগ্রেস নেতা মল্লিকার্জুন খাড়গে। এদিনই তিনি দেখা করেছেন এনসিপি সুপ্রিমো শারদ পাওয়ারের সঙ্গে। তিনি জানিয়েছেন এরপর তিনি কথা বলবেন তৃণমূল, শিবসেনা ডিএমকে সহ অন্যান্য দলের সঙ্গে।
advertisement
ভারতের নির্বাচন কমিশন বৃহস্পতিবার ঘোষণা করেছে এই নির্ঘণ্ট। কমিশন আরও জানিয়েছে, ভোট গণনার প্রয়োজন পড়লে তা ২১ জুলাই অনুষ্ঠিত হবে। নতুন রাষ্ট্রপতি শপথ নেবেন ২৫ জুলাই, জানিয়েছে কমিশন। ভারতের বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের মেয়াদ শেষ হচ্ছে ২৪ জুলাই। ২০১৭ সালে, বিজেপি দেশের সর্বোচ্চ এই পদের জন্য বিহারের তৎকালীন রাজ্যপাল রামনাথ কোবিন্দকে বেছে নিয়েছিল।
advertisement
advertisement
বিরোধী শিবির বিভক্ত হয়ে যায় এই সিদ্ধান্তকে ঘিরে৷ সেবছর ২১ জুলাই অনুষ্ঠিত রাষ্ট্রপতি নির্বাচনে রামনাথ কোবিন্দ ভারতের ১৪ তম রাষ্ট্রপতি হন। বিরোধী প্রার্থী তথা লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমারকে পরাজিত করেন তিনি। মোট ভোটের ৬৫.৬৫ শতাংশ পেয়েছিলেন রামনাথ। রাষ্ট্রপতি নির্বাচনী কলেজের সদস্যদের দ্বারা নির্বাচিত হন, যার মধ্যে সংসদের উভয় কক্ষেরই নির্বাচিত সদস্য এবং সমস্ত রাজ্যের বিধানসভার পাশাপাশি জাতীয় রাজধানী দিল্লি এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরি অন্তর্ভুক্ত থাকে।
advertisement
advertisement
সংসদের উভয় কক্ষের নির্বাচিত সদস্য এবং দিল্লি ও পুদুচেরির পাশাপাশি সমস্ত রাজ্যের আইনসভার নির্বাচিত সদস্যদের ভোটদানের ভিত্তিতে রাষ্ট্রপতি নির্বাচিত হন। রাজ্যসভা, লোকসভা ও বিধানসভার মনোনীত সদস্যরা এবং বিধান পরিষদের সদস্যরা ভোট দিতে পারবেন না। সংবিধানে বলা হয়েছে, রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটের মাধ্যমে। অনুচ্ছেদ ৫৫ (৩) ধারা অনুসারে, একক ভোটদানের মাধ্যমে আনুপাতিক প্রতিনিধিত্ব মেনে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ব্যবস্থায়, ভোটারকে প্রার্থীদের নামের পাশে চিহ্নিত করে মতামত জানাতে হয়।
advertisement
RAJIB CHAKRABORTY
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Presidential Election : রাষ্ট্রপতি নির্বাচনে বিরোধী শিবিরের প্রার্থী কে? আসরে নামল কংগ্রেস
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement