#নয়াদিল্লি: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুক্রবার মুকশে কুমারের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেন ৷ মুকেশ কুমার নির্ভয়া গণধর্ষণ ও খুন মামলার অন্যতম অপরাধী ৷ প্রসারভারতী নিউজ সার্ভিস সূত্রের মারফত এ খবর জানিয়েছে ৷
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রক প্রস্তাব পাঠিয়েছিল এই ধর্ষকের প্রাণভিক্ষার আর্জি নাকচ করার ৷ এর আগে বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নির্ভয়া কাণ্ডে দোষী মুকেশ সিংয়ের রায় সংশোধনের আবেদনের শুনানিতে আদালত জানিয়ে দিল, ২২ জানুয়ারি ফাঁসি সম্ভব নয়৷ কারণ, মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতি ও দিল্লির উপরাজ্যপালের কাছে রয়েছে৷