#NirbhayaRapeCase : ধর্ষকের প্রাণভিক্ষার আবেদন খারিজ রাষ্ট্রপতির, হচ্ছেই ফাঁসি

Last Updated:

স্বরাষ্ট্রমন্ত্রকের প্রস্তাবের ভিত্তিতেই দ্রুত সিদ্ধান্ত নিলেন রাষ্ট্রপতি

File
File
#নয়াদিল্লি: রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুক্রবার মুকশে কুমারের প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিলেন ৷ মুকেশ কুমার নির্ভয়া গণধর্ষণ ও খুন মামলার অন্যতম অপরাধী ৷ প্রসারভারতী নিউজ সার্ভিস সূত্রের মারফত এ খবর জানিয়েছে ৷
advertisement
এর আগে স্বরাষ্ট্রমন্ত্রক প্রস্তাব পাঠিয়েছিল এই ধর্ষকের প্রাণভিক্ষার আর্জি নাকচ করার ৷ এর আগে বৃহস্পতিবার দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নির্ভয়া কাণ্ডে দোষী মুকেশ সিংয়ের রায় সংশোধনের আবেদনের শুনানিতে আদালত জানিয়ে দিল, ২২ জানুয়ারি ফাঁসি সম্ভব নয়৷ কারণ, মুকেশ সিংয়ের প্রাণভিক্ষার আর্জি রাষ্ট্রপতি ও দিল্লির উপরাজ্যপালের কাছে রয়েছে৷
advertisement
আদালত জানায়, আবেদনটির বিষয়ে দিল্লির উপরাজ্যপাল ও রাষ্ট্রপতি সিদ্ধান্ত না-নেওয়া পর্যন্ত ফাঁসি দেওয়া সম্ভব নয়৷ ফাঁসির নতুন তারিখ কবে হবে, তা জেল কর্তৃপক্ষকে দেওয়া চিঠির উত্তরের পরেই ঠিক করা হবে৷ পাতিয়ালা হাউস কোর্টই গত ৭ জানুয়ারি নির্দেশ দিয়েছিল, ২২ জানুয়ারি সকালে নির্ভয়া কাণ্ডে ৪ দোষীর ফাঁসি হবে৷
advertisement
নির্ভয়া গ্যাংরেপ ও খুনের ঘটনায় অভিযুক্তদের সাজা ঘোষণার পরেই তিহাড় জেলে বাকি কয়েকদিদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ এই চার অপরাধীকে উচ্চ নিরাপত্তার মোড়কে রাখা হয়েছে ৷ তাদের ওপর CCTV  সহ ২৪ ঘন্টার জন্য আলাদা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে ৷ "  নির্ভয়া গ্যাংরেপ ও খুনের ঘটনায় অভিযুক্তদের সাজা ঘোষণার পরেই তিহাড় জেলে বাকি কয়েকদিদের মধ্যেও চাঞ্চল্য তৈরি হয়েছে ৷ এই চার অপরাধীকে উচ্চ নিরাপত্তার মোড়কে রাখা হয়েছে ৷ তাদের ওপর CCTV সহ ২৪ ঘন্টার জন্য আলাদা নিরাপত্তারক্ষী মোতায়েন করা হয়েছে ৷
advertisement
আরও দেখুন
বাংলা খবর/ খবর/দেশ/
#NirbhayaRapeCase : ধর্ষকের প্রাণভিক্ষার আবেদন খারিজ রাষ্ট্রপতির, হচ্ছেই ফাঁসি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement