#গান্ধিনগর: মৌসম ভবন সূত্রের পূর্বাভাস ছিলই ঘূর্ণিঝড় বায়ুর প্রভাব পড়বে না গুজরাতে তবে সবরকম প্রতিকূলতার জন্য প্রস্তুত ছিলই উদ্ধারকারী দল। সতর্কতা জারি হওয়ার পর থেকেই নিরলস ভাবে কাজ করে গিয়েছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ।
গুজরাতের শিয়ালবেত থেকে আজ এক অন্তঃসত্ত্বা মহিলাকে উদ্ধার করেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী । প্রসব আসন্ন হওয়ার সেই মুহূর্তেই তাঁর চিকিৎসার প্রয়োজন ছিল কিন্তু বায়ুর কারণে সেই মুহূর্তে তা অমিল ছিল । বিপর্যয় মোকাবিলা বাহিনী তাঁকে সঠিক সময়ে উদ্ধার করে একটি ফেরি নৌকার সাহায্যে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে জানা গিয়েছে সম্পূর্ণ সুস্থ আছেন ওই মহিলা ও এক পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি ।
A pregnant lady requiring pre-term delivery, rescued on boat by the team of NDRF and handed over to Hospital Staff at Jafarabad, District Amreli, #Gujarat #CycloneVayu pic.twitter.com/4EBOrzQmH3
— Ankur Sharma (@asharma9887) June 13, 2019
বায়ুর প্রভাব সেইভাবে না পড়লেও প্রায় সারাদিনই গুজরাতের নানাপ্রান্তে কাজ করে গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Cyclone Vayu, NDRF