Pregnancy Test: অন্তঃসত্ত্বা কিনা জানতে শারীরিক পরীক্ষা করা হল হবু কনেদের, বিতর্কে উত্তপ্ত গণবিবাহের আসর

Last Updated:

Pregnancy Test: এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ও চাপানউতোর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
ভোপাল : সমাজে আর্থিকভাবে পিছিয়ে পড়া পরিবারের মহিলাদের জন্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চহ্বানের উদ্যোগে আয়োজিত গণবিবাহের আসর ঘিরে চরম বিতর্ক তৈরি হল। বিয়ের আসরে কয়েক জন বধূকে প্রেগন্যান্সি টেস্ট করানো হলে সেই নিয়েই দেখা দেয় বিতর্ক ও বিপত্তি। শনিবার ২১৯ জন কনের মধ্যে ৫ জনকে বিয়ে দেওয়া হয়নি। কারণ তাঁদের প্রেগন্যান্সি রিপোর্ট পজিটিভ আসে। এই ঘটনা ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক তরজা ও চাপানউতোর। কে এই পরীক্ষা করানোর নির্দেশ দিল, প্রশ্ন তুলে সরব হয়েছে কংগ্রেস।
প্রসঙ্গত মুখ্যমন্ত্রী কন্যাবিবাহ/নিকাহ প্রকল্পের উদ্যোগে এই গণবিবাহের আসর আয়োজিত হয়েছিল মধ্যপ্রদেশের ডিন্ডোরির গড়সরাই এলাকায়। যাঁদের পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে, তাঁদের মধ্যে একজন জানিয়েছেন তিনি বিয়ের আগে থেকেই তাঁর প্রেমিকের সঙ্গে থাকতে শুরু করেছিলেন। তাঁর ধারণা, সে কারণেই চূড়ান্ত তালিকা থেকে তিনি বাদ পড়েছেন। যদিও উদ্যোক্তারা স্পষ্ট কারণ তাঁকে কিছু জানাননি বলেই তাঁর দাবি।
advertisement
advertisement
বচ্ছরগাঁও গ্রামের প্রধান মেদানি মারাওইয়ের অভিযোগ, এই পরীক্ষায় আসলে মেয়েদের অপমান করা হয়েছে। পরিবার ও সমাজের চোখে ওই মেয়েদের কাঠগড়ায় দাঁড় করিয়ে দিল এই পরীক্ষা, দাবি রিপোর্টে। ডিন্ডোরির মুখ্য স্বাস্থ্য আধিকারিক রমেশ মারাওইয়ের দাবি, সাধারণত বয়সের প্রমাণ ও অন্যান্য শারীরিক সুস্থতার দিকগুলি জানতেই পরীক্ষা করা হয়। উল্লেখিত গণবিবাহের আসরে নির্দিষ্ট কয়েক জন মেয়ের উপরই প্রেগন্যান্সি টেস্ট করা হয় বলে তাঁর দাবি।
advertisement
তবে বিবাহের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত স্বাস্থ্য দফতরের নয় বলেই রমেশ জানিয়েছেন। তিনি বলেন, স্বাস্থ্য দফতরের দেওয়া রিপোর্ট অনুযায়ী সামাজিক ন্যায় বিভাগ সিদ্ধান্ত নেয় ওই পাঁচজন তরুণীকে বিবাহের চূড়ান্ত তালিকা থেকে বাদ দেওয়ার।
বাংলা খবর/ খবর/দেশ/
Pregnancy Test: অন্তঃসত্ত্বা কিনা জানতে শারীরিক পরীক্ষা করা হল হবু কনেদের, বিতর্কে উত্তপ্ত গণবিবাহের আসর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement