দলবিরোধী কাজে JDU থেকে বহিষ্কার প্রশান্ত কিশোর
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
সম্প্রতি কয়েকদিন ধরেই নীতীশ কুমারের নেতৃত্বের সমালোচনায় তীব্র নিন্দা করেন জেডিইউ নেতা তথা ভোটকুশলী পিকে।
#নয়াদিল্লি: JDU থেকে বহিষ্কৃত প্রশান্ত কিশোর ৷ দলবিরোধী কাজের জেরে বুধবার তাকে বহিষ্কার করা হয়েছে ৷ সম্প্রতি CAA কে সমর্থন জানান নীতীশ কুমার ৷ তবে তার বিরোধিতা করেন প্রশান্ত কিশোর ৷ শুধু তাই ৷
নীতীশকে মিথ্যেবাদী বলেন পিকে ৷
সম্প্রতি কয়েকদিন ধরেই নীতীশ কুমারের নেতৃত্বের সমালোচনায় তীব্র নিন্দা করেন জেডিইউ নেতা তথা ভোটকুশলী পিকে। তার পথে হেঁটে দল থেকে বহিষ্কৃত পবন ভার্মাও ৷
advertisement
নীতীশকে কটাক্ষ করে পিকে জানান, ‘ধন্যবাদ নীতীশ কুমার ৷ আপনার মুখ্যমন্ত্রিত্ব টিকিয়ে রাখুন ৷’
জেডিইউ নেতা অজয় অলোক জানান,‘ পিকে বিশ্বাসের যোগ্য নয় ৷ উনি মোদি ও নীতীশের ভরসা জয় করতে পারেন ৷ আপের জন্য কাজ করেন, রাহুল গান্ধির সঙ্গে কথা বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে রয়েছেন ৷ কে তাঁকে বিশ্বাস করবে ? আমরা খুশি যে এই করোনা ভাইরাস আমাদের দলে আর থাকছে না ৷ উনি যেখানে ইচ্ছে যেতে পারেন ৷’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 29, 2020 7:09 PM IST