শুধু রামায়ণই নয়, মানুষের অনুরোধে দূরদর্শনে মহাভারতও! প্রচার শুরু আজ থেকেই

Last Updated:

বি আর চোপরার মহভারতে দ্রৌপদীর ভূমিকায় ছিলেন রূপা গাঙ্গুলি। ১৯৮৮ এর ২ অক্টোবর থেকে ১৯৯০ এর ২৪ জুন পর্যন্ত প্রথম সম্প্রচার হয় মহাভারত। সারা দেশের হৃদয় জিতে নিয়েছিল এই অনুষ্ঠান।

#নয়াদিল্লি: ক্রবারই তথ্য সম্প্রচার মন্ত্রক থেকে ঘোষণা করা হয়েছিল প্রসারভারতী ফিরিয়ে আনছে রামায়ণ। সঙ্গে সঙ্গেই সোশ্যাল মিডিয়ায় ঝড় ওঠে। দূরদর্শনের সোনালি দিন ফিরে আসার ঘোষণায় খুশি হয়েছিলেন কয়েক কোটি মানুষ। একই সঙ্গে তাঁরা দাবি জানিয়েছিলেন, কেন শুধু রামায়ণ! মহাভারত নয় কেন! তাঁদের জন্যেই আরও একবার সুখবর। এবার দূরদর্শনে ফিরছে মহাভারতও। মন্ত্রক সূত্রে বলা হচ্ছে, জনতার দাবি মেনেই এই সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। সম্প্রচার হবে এদিন অর্থাৎ শনিবার থেকেই।
তথ্য সম্প্রচারমন্ত্রী প্রকাশ জাভরেকর এ দিনই টুইটারে ঘোষণা করেন, জনতার দাবিতে ফিপিয়ে আনা হচ্ছে মহাভারতও। তিনি লেখেন, শনিবার থেকেই সম্প্রচার হবে মহাঙারতেরও। প্রতিদিন দুপুর ১২ টা ও সন্ধে ৭টার সময় ডিডি ভারতীতে এই অনুষ্ঠান দেখানো হবে।
advertisement
advertisement
বি আর চোপরার মহভারতে দ্রৌপদীর ভূমিকায় ছিলেন রূপা গাঙ্গুলি। ১৯৮৮ এর ২ অক্টোবর থেকে ১৯৯০ এর ২৪ জুন পর্যন্ত প্রথম সম্প্রচার হয় মহাভারত। সারা দেশের হৃদয় জিতে নিয়েছিল এই অনুষ্ঠান।
করোনা কাঁটায় যখন গোটা দেশ প্রায় স্তব্ধ , নিস্তরঙ্গ জীবনে তখন মহাভারত রামায়ণ কিছুটা হলেও আলো ফিরিয়ে আনবে, আশা সব মহলের।
বাংলা খবর/ খবর/দেশ/
শুধু রামায়ণই নয়, মানুষের অনুরোধে দূরদর্শনে মহাভারতও! প্রচার শুরু আজ থেকেই
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement