Pradesh18 Poll: ৬৫% মানুষ মনে করেন মোদি সম্পর্কে রাহুল যা বলেছে তা সঠিক

Last Updated:

গুজরাতের মাটিতে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে ছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধি ৷

#নয়াদিল্লি: গুজরাতের মাটিতে দাঁড়িয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করে ছিলেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধি ৷ ২০১৩-র অক্টোবর থেকে ২০১৪-র ফেব্রুয়ারি পর্যন্ত সাহারা গোষ্ঠীর থেকে ন'বারে মোট চল্লিশ কোটি টাকা ঘুষ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রমোদি ৷ আমেদাবাদের জনসভায় এমনই গুরুতর অভিযোগ করেন কংগ্রেস সহ সভাপতি ৷ প্রদেশ ১৮-এর আয়োজিত একটি সমীক্ষায় দেখা গিয়েছে, ৬৫ শতাংশ জনগণ রাহুলের এই অভিযোগকে সত্যি বলে মনে করছেন ৷ অন্যদিকে, মাত্র ৩১ শতাংশ বলছেন, রাহুল মিথ্যে অভিযোগ করছেন ৷
গত ৮ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণার পর থেকেই এর বিরোধিতা করছে কংগ্রেস ৷ সংসদে নোট বাতিল নিয়ে বলতে চেয়েও বলতে না পারার কারণে অবশেষে মোদির অন্যতম কর্মভূমি আমেদাবাদের জনসভাতে দাঁড়িয়েই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে নিয়ে তোপ দাগেন রাহুল ৷ বলেন, গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন গুজরাতের মুখ্যমন্ত্রী থাকাকালীন সাহারা গোষ্ঠীর থেকে ন'বারে মোট চল্লিশ কোটি টাকা এবং ২৫ কোটি টাকার ঘুষ নিয়েছেন বিড়লা গোষ্ঠীর থেকেও ৷ রীতিমতো নথি প্রকাশ করে, তারিখ ধরে ধরে রাহুল অভিযোগ করেন, মোদি কবে কবে ঘুষ নিয়েছেন ৷
advertisement
advertisement
'৬ মাসে ৯বার ঘুষ'
- ৩০ অক্টোবর ২০১৩: মোদিকে ২.৫ কোটি টাকা ঘুষ সাহারার - ১২ নভেম্বর ২০১৩: মোদিকে ৫ কোটি টাকা ঘুষ সাহারার - ২৭ নভেম্বর ২০১৩: মোদিকে ২.৫ কোটি টাকা ঘুষ সাহারার - ২৯ নভেম্বর ২০১৩: মোদিকে ৫ কোটি টাকা ঘুষ সাহারার - ৬ ডিসেম্বর ২০১৩: মোদিকে ৫ কোটি টাকা ঘুষ সাহারার - ১৯ ডিসেম্বর ২০১৩: মোদিকে ৫ কোটি টাকা ঘুষ সাহারার - ১৩ জানুয়ারি ২০১৪: মোদিকে ৫ কোটি টাকা ঘুষ সাহারার - ২৮ জানুয়ারি ২০১৪: মোদিকে ৫ কোটি টাকা ঘুষ সাহারার - ২২ ফেব্রুয়ারি ২০১৪: মোদিকে ৫ কোটি টাকা ঘুষ সাহারার
advertisement
একইসঙ্গে ‘মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁকে দশটি প্যাকেটে কী দিয়েছিল সাহারা গোষ্ঠী ?’ ট্যুইটে প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন রাহুল ৷
মোদির উপর দুর্নীতির অভিযোগ জানিয়ে রাহুলের দাবি, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁকে দশটি প্যাকেটে কী দিয়েছিল সহারা গোষ্ঠী। সাহারার যা নথি পাওয়া গিয়েছে, তাতে আয়কর দফতরের সই আছে। ৬ মাসে ৯ বার মোদীকে কয়েক কোটি টাকা দিয়েছে সহারা ৷ ট্যুইটারে একটি নথি আপলোড করে রাহুল গান্ধি ট্যুইটে বলে, ‘মোদিজি প্রথমে এটা তো বলুন ২০১২/১৩ সালে এই ১০টি প্যাকেটে কী ছিল ?
advertisement
রাহুলের এই মন্তব্যের পর তর্ক-বিতর্কের ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায় ৷ রাহুলের পক্ষে সমর্থন বেশি হলেও, তাঁর বক্তব্যকে পাগলের প্রলাপ বলে উড়িয়ে দিয়েছেন অনেকেই ৷
মোদি রাহুল বিতর্কে দু’ভাগ দেশ ৷ প্রদেশ ১৮-এর সমীক্ষায় ৬৫ শতাংশ লোক বলেছে রাহুল ঠিক কথাই বলছেন ৷
বৃহস্পতিবার রাহুলের অভিযোগের পাল্টা জবাব দেন মোদি ৷ ঘুষের প্রসঙ্গ এড়িয়ে রাহুল গান্ধিকে ব্যঙ্গ, কটাক্ষ করতেই খরচ হল নরেন্দ্র মোদির ভাষণের বড় অংশ।
advertisement
অন্যদিকে, দুর্নীতিই নয় নোট বিতর্কেও লাগাতার মোদির সমালোচনা করেছেন ৷ বলেছেন , ‘দেশের মানুষের দুর্দশাগ্রস্ত ৷ আর প্রধানমন্ত্রী হেসেখেলে বেড়াচ্ছেন ৷ গরিব, কৃষক ও দিনমজুরদের জন্য এই সিদ্ধান্ত বিপর্যয় ৷’
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Pradesh18 Poll: ৬৫% মানুষ মনে করেন মোদি সম্পর্কে রাহুল যা বলেছে তা সঠিক
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement