ব্যাঙ্কের ধাঁচে গড়ে উঠছে পোস্ট অফিস

Last Updated:

ডাকঘরগুলিকে ব্যাঙ্কের ধাঁচে গড়ে তোলার পরিকল্পনায় আরও এক ধাপ এগোল কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ ডাকঘরগুলি পুনর্জীবনের জন্য নয়া পদক্ষেপ নিল কেন্দ্র ৷ গ্রাহকরা ব্যাঙ্ক থেকে যে সুযোগ সুবিধাগুলি পান, এবার থেকে পোস্টঅফিসেও মিলবে সেই সুবিধা ৷

#নয়াদিল্লি: ডাকঘরগুলিকে ব্যাঙ্কের ধাঁচে গড়ে তোলার পরিকল্পনায় আরও এক ধাপ এগোল কেন্দ্রীয় মন্ত্রিসভা ৷ ডাকঘরগুলি পুনর্জীবনের জন্য নয়া পদক্ষেপ নিল কেন্দ্র ৷ গ্রাহকরা ব্যাঙ্ক থেকে যে সুযোগ সুবিধাগুলি পান, এবার থেকে পোস্টঅফিসেও মিলবে সেই সুবিধা ৷
রাজ্যের মুখ্য পোস্ট অফিসগুলিতে এটিএম বা অটোমেটিক টেলার মেশিন বসানোর পরিকল্পনার বাস্তবায়ন বহু আগে থেকেই শুরু করেছে কেন্দ্র ৷ পরিকল্পনা অনুযায়ী কেরলের কোল্লাম জেলার মুখ্য ডাকঘরগুলিতে এটিএম মেশিন বসানোর কাজও শেষের পথে ৷
এবার শুধু ব্যাঙ্কের সহায়ক হিসেবে নয়, ডাকঘরগুলিকে ব্যাঙ্কের সমান্তরাল হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র ৷ বুধবার এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়ন ও আধুনিকিকরণ নিয়ে আলোচনা করা হয় কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৷ দেশের বাছাই করা ডাকঘরগুলিকে পেমেন্ট ব্যাঙ্কের শাখা হিসেবে গড়ে তোলার উদ্যোগ নিয়েছে কেন্দ্র ৷
advertisement
advertisement
তথ্য ও প্রযুক্তি মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ জানান, ‘ গোটা দেশ জুড়ে ৬৫০টি পেমেন্ট ব্যাঙ্ক শাখা তৈরি করা হবে ৷ প্রতিটি জেলাসদরে থাকবে একটি করে পেমেন্ট ব্যাঙ্ক ৷’ একইসঙ্গে তিনি জানান, ডাকঘরে এটিএম বসানোর যে প্রকল্প সরকার তৈরি করেছিল তা ২০১৭-এর মধ্যেই শেষ করা হবে ৷ এই লক্ষ্যে দেশ দেশজুড়ে তৈরি করা হবে ৫ হাজার ATM ৷
বাংলা খবর/ খবর/দেশ/
ব্যাঙ্কের ধাঁচে গড়ে উঠছে পোস্ট অফিস
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement