IPL Betting: আমানতকারীদের এফডি-র টাকা আইপিএল-এর জুয়ায়, ১ কোটি খোয়ালেন পোস্ট মাস্টার

Last Updated:

অভিযোগ, টাকা জমা দেওয়ার পর ভুয়ো এফডি অ্যাকাউন্ট নম্বর দিয়ে আমানতকারীদের হাতে পোস্ট অফিসের আসল পাসবই তুলে দিতেন ওই পোস্ট মাস্টার৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
#ভোপাল: ফিক্সড ডিপোজিট করার জন্য পোস্ট অফিসে টাকা জমা দিয়েছিলেন সাধারণ মানুষ৷ আর সেই টাকাই আইপিএল-এর জুয়ায় লাগিয়ে দিলেন পোস্টমাস্টার৷ বেটিংয়ে হেরে গিেয় আমানতকারীদের প্রায় এক কোটি টাকা খুইয়েছেন তিনি৷ চাঞ্চল্যকর এমনই ঘটনা ঘটেছে মধ্যপ্রদেশের সাগর জেলার একটি সাব পোস্ট অফিসে৷
এনডিটিভি-তে প্রকাশিত খবর অনুযায়ী, বিনা সাব পোস্ট অফিসের পোস্ট মাস্টার বিশাল আহিরওয়ারকে এই অভিযোগে গত ২০ মে গ্রেফতার করেছে পুলিশ৷ তিনি পুলিশের সামনে অভিযোগ স্বীকারও করেছেন বলে খবর৷
advertisement
অভিযোগ, টাকা জমা দেওয়ার পর ভুয়ো এফডি অ্যাকাউন্ট নম্বর দিয়ে আমানতকারীদের হাতে পোস্ট অফিসের আসল পাসবই তুলে দিতেন ওই পোস্ট মাস্টার৷ ফলে সন্দেহের অবকাশ ছিল না আমানতকারীদের৷ এর পর গোটা টাকাটাই আইপিএল-এর জুয়ায় লাগিয়ে দিতেন অভিযুক্ত৷ গত দু' বছর ধরে তিনি এই কাণ্ড ঘটাচ্ছিলেন বলে অভিযোগ৷
advertisement
বিনার জিআরপি থানা অভিযুক্ত পোস্ট মাস্টারকে গ্রেফতার করেছে৷ জিআরপি-র এক আধিকারিক জানিয়েছেন, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারায় প্রতারণা এবং ৪০৮ ধারায় বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়েছে৷ আরও বেশ কিছু ধারাও যুক্ত করা হতে পারে৷
বাংলা খবর/ খবর/দেশ/
IPL Betting: আমানতকারীদের এফডি-র টাকা আইপিএল-এর জুয়ায়, ১ কোটি খোয়ালেন পোস্ট মাস্টার
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement