NIA-এর ভূমিকা নিয়ে প্রশ্ন হেডলির
Last Updated:
ইশরত জাহান অপারেশন নিয়ে বিশদ তথ্য এনআইএ-কে জানিয়েছিলেন। কিন্তু কেন NIA তা রেকর্ড করেনি, জানেন না। মুম্বই আদালতে জেরায় এমনই চাঞ্চল্যকর কথা জানালেন হেডলি। হেডলি আরও জানান, তাঁকে ইশরত জাহানের ঘটনা জানায় লকভি। অবশ্য আগেই সংবাদপত্র থেকে ঘটনাটি জানেন তিনি। শনিবারের জেরায় হেডলি কবুল করেন, ২০০৬ থেকে তিনি লস্করের শীর্ষ কমান্ডার মুজাম্মিল ভাটকে চিনতেন। অক্ষরধাম ও ইশরতের ঘটনা সেই ঘটিয়েছিল। লকভিই তাঁকে মুজাম্মিলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। জেরায় মুম্বই আদালতে হেডলি জানান, তিনি NIA-কে লস্করের মহিলা শাখা সম্বন্ধেও জানিয়েছিলেন। আবু আইমানের মা এই মহিলা শাখার নেত্রী ছিলেন। সবকিছুই NIA-কে জানিয়েছেন তিনি। অন্যদিকে অবশ্য এনআইএ-র আইনজীবী দাবি করেছেন, হেডলি ইশরত নিয়ে NIA-কে কিছুই বলেনি। অথচ আদালতকে বলছে সে NIA-কে বলেছে।
#নয়াদিল্লি: ইশরত জাহান অপারেশন নিয়ে বিশদ তথ্য এনআইএ-কে জানিয়েছিলেন। কিন্তু কেন NIA তা রেকর্ড করেনি, জানেন না। মুম্বই আদালতে জেরায় এমনই চাঞ্চল্যকর কথা জানালেন হেডলি। হেডলি আরও জানান, তাঁকে ইশরত জাহানের ঘটনা জানায় লকভি। অবশ্য আগেই সংবাদপত্র থেকে ঘটনাটি জানেন তিনি। শনিবারের জেরায় হেডলি কবুল করেন, ২০০৬ থেকে তিনি লস্করের শীর্ষ কমান্ডার মুজাম্মিল ভাটকে চিনতেন। অক্ষরধাম ও ইশরতের ঘটনা সেই ঘটিয়েছিল। লকভিই তাঁকে মুজাম্মিলের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। জেরায় মুম্বই আদালতে হেডলি জানান, তিনি NIA-কে লস্করের মহিলা শাখা সম্বন্ধেও জানিয়েছিলেন। আবু আইমানের মা এই মহিলা শাখার নেত্রী ছিলেন। সবকিছুই NIA-কে জানিয়েছেন তিনি। অন্যদিকে অবশ্য এনআইএ-র আইনজীবী দাবি করেছেন, হেডলি ইশরত নিয়ে NIA-কে কিছুই বলেনি। অথচ আদালতকে বলছে সে NIA-কে বলেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
March 26, 2016 11:12 AM IST