Tihar Jail: দেশের সবচেয়ে আলোচিত জেল, সেই তিহারেই অভিযান চালিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের!

Last Updated:

Tihar Jail: উদ্ধার করা সামগ্রি তালিকায় রয়েছে ছুরি, মোবাইল ফোন, ইলেকট্রিক রুম হিটার, মোবাইল ফোনের চার্জারের মত সামগ্রী।

তিহার জেলে পুলিশি অভিযান
তিহার জেলে পুলিশি অভিযান
#রাজীব চক্রবর্তী, নয়াদিল্লি:  তিহার জেলে অভিযান চালিয়ে কিছু অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করল পুলিশ। সেখানে অপরাধীরা সবরকম সরঞ্জাম আমদানি করে রাজত্ব চালাচ্ছিল বলে খবর পায় পুলিশ। সেই মত তিহার জেলে হানা দিয়ে প্রচুর পরিমাণে এমন সব সামগ্রি উদ্ধার হয়েছে যেগুলো বন্দিরা ব্যবহার করতে পারে না। উদ্ধার করা সামগ্রি তালিকায় রয়েছে ছুরি, মোবাইল ফোন, ইলেকট্রিক রুম হিটার, মোবাইল ফোনের চার্জারের মত সামগ্রি।
তিহার জেলে আচমকা হানা দিয়ে উদ্ধার করা সামগ্রি তালিকায় রয়েছে ৯ টি মোবাইল ফোন, দুটি ছুরি, একটি ইলেকট্রিক রুম হিটার, ৭টি হাতে তৈরি রুম রুম হিটার, একটি মোবাইল ফোনের চার্জার, ২ টি পেনড্রাইভ, এবং ২ টি ইলেকট্রিক কেটলি। এই সমস্ত সামগ্রির জোগান কোথা থেকে এল, তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। তিহার জেলে সবরকম নজরদারি আরও জোরদার করা হয়েছে।
advertisement
advertisement
প্রসঙ্গত উল্লেখ্য, তিহার জেল ভারত তথা এশিয়ার বৃহত্তম জেল। ১০ হাজার বন্দির থাকার ব্যবস্থা রয়েছে তিহারে। ৮ এবং ৯ নম্বর সেল থেকে এই বিপুল পরিমাণে সরঞ্জম উদ্ধার হয়েছে।
তিহার জেলে রাখা হয়েছিল নির্ভয়া কাণ্ডের অপরাধীদের। এছাড়াও লিভ ইন সঙ্গীকে খুন করা আফতাবকে এই তিহার জেলে রাখা হয়েছে। গতমাসে আফতাবের জেলে দাবা খেলার ভিডিও সামনে আসে। জেলে আফতাবের সময় কাটছে দাবা খেলে। জেল কর্তৃপক্ষ সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছে, জেলে শান্তই রয়েছে আফতাব। বেশিরভাগ সময়ে নিজেকে ব্যস্ত রাখে সে।
advertisement
জেলে আফতাবের সেলে আরও দুই বন্দি রয়েছে। মূলত, তাদের সঙ্গেই সারাদিন দাবা খেলে আফতাব। ওই দুই বন্দি চুরির অপরাধে দোষী। এরই মধ্যে জেল কর্তৃপক্ষের কাছে একটি বায়না করেছে আফতাব। বেশ কিছু সাহিত্য এবং উপন্যাসের বই চেয়েছে সে। সেই বইগুলি আফতাবকে দেওয়া হবে বলে জানিয়েছে তিহার জেল কর্তৃপক্ষও। আফতাবের সেলের নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে খবর। পলিগ্রাফ টেস্টে নিয়েও যাওয়ার সময়ে হামলা হয় আফতাবকে নিয়ে যাওয়া ভ্যানের উপর। যদিও সেই হামলায় আফতাবের কোনও ক্ষতি হয়নি, কিন্তু তারপর থেকেই নিরাপত্তা বাড়ানো হয়েছে আফতাবের সেলের উপরে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tihar Jail: দেশের সবচেয়ে আলোচিত জেল, সেই তিহারেই অভিযান চালিয়ে চক্ষু চড়কগাছ পুলিশের!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement