'শো জা বেটা, নেহি তো...', শোলের গব্বর হতে গিয়ে বিপাকে পুলিশ অফিসার

Last Updated:

পুলিশ অফিসার একটি ভিডিও দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে৷ তা পুলিশের উপরের মহল পর্যন্ত পৌঁছয়৷

#ভোপাল: 'শো জা বেটা, নেহি তো গব্বর আ যায়েগা!' 'শোলে' সিনেমায় এই বিখ্যাত উক্তি শোনা গিয়েছিল গব্বর রূপী আমজাদ খানের গলায়৷ কিন্তু গব্বরদের শিশুরা যতই ভয় পাক না কেন, তাদের পরিণতিটা খুব একটা ভাল হয় না৷ সিনেমার পর এবার তা বাস্তবেও প্রমাণিত হল৷ কারণ শোলে সিনেমার এই বিখ্যাত সংলাপ বলে বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের এক পুলিশ অফিসার!
এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, কয়েকদিন আগে এলাকায় টহল দিতে বেরিয়েছিলেন মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার কল্যাণপুরা থানার ভারপ্রাপ্ত অফিসার কে এল দাঙ্গি৷ এলাকায় তাঁকে সবাই বেশ সমঝে চলে৷ হাজার হোক থানার বড়বাবু বলে কথা! নিজের এই প্রবল প্রতাপ বেশ পছন্দও ছিল দাঙ্গি সাহেবের৷
ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, এলাকায় টহল দিতে বেরিয়ে একটি জায়গায় গাড়ি থেকে নেমে হ্যান্ড মাইকে জনগণের উদ্দেশে কিছু বলছেন ওই পুলিশ অফিসার৷ তাঁকে বলতে শোনা যায়, 'কল্যাণপুরা থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দূরের এলাকাতেও যখন কোনও বাচ্চা কাঁদে তখন তাদের মায়েরা বলে, 'চুপ হো জা বেটা, নেহি দাঙ্গি আ যায়েগা!'
advertisement
advertisement
advertisement
পুলিশ অফিসার এই ভিডিও দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে৷ তা পুলিশের উপরের মহল পর্যন্ত পৌঁছয়৷ এর পরই কে এল দাঙ্গি নামে ওই পুলিশ অফিসারকে শো কজ করা হয়েছে৷ পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর প্রয়োজন অনুযায়ী ওই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'শো জা বেটা, নেহি তো...', শোলের গব্বর হতে গিয়ে বিপাকে পুলিশ অফিসার
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement