হোম /খবর /দেশ /
'শো জা বেটা, নেহি তো...', শোলের গব্বর হতে গিয়ে বিপাকে পুলিশ অফিসার

'শো জা বেটা, নেহি তো...', শোলের গব্বর হতে গিয়ে বিপাকে পুলিশ অফিসার

'শোলে' ছবির একটি দৃশ্য৷

'শোলে' ছবির একটি দৃশ্য৷

পুলিশ অফিসার একটি ভিডিও দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে৷ তা পুলিশের উপরের মহল পর্যন্ত পৌঁছয়৷

  • Last Updated :
  • Share this:

#ভোপাল: 'শো জা বেটা, নেহি তো গব্বর আ যায়েগা!' 'শোলে' সিনেমায় এই বিখ্যাত উক্তি শোনা গিয়েছিল গব্বর রূপী আমজাদ খানের গলায়৷ কিন্তু গব্বরদের শিশুরা যতই ভয় পাক না কেন, তাদের পরিণতিটা খুব একটা ভাল হয় না৷ সিনেমার পর এবার তা বাস্তবেও প্রমাণিত হল৷ কারণ শোলে সিনেমার এই বিখ্যাত সংলাপ বলে বিপাকে পড়েছেন মধ্যপ্রদেশের এক পুলিশ অফিসার!

এনডিটিভি-তে প্রকাশিত একটি প্রতিবেদন অনুযায়ী, কয়েকদিন আগে এলাকায় টহল দিতে বেরিয়েছিলেন মধ্যপ্রদেশের ঝাবুয়া জেলার কল্যাণপুরা থানার ভারপ্রাপ্ত অফিসার কে এল দাঙ্গি৷ এলাকায় তাঁকে সবাই বেশ সমঝে চলে৷ হাজার হোক থানার বড়বাবু বলে কথা! নিজের এই প্রবল প্রতাপ বেশ পছন্দও ছিল দাঙ্গি সাহেবের৷

ভাইরাল হওয়া একটি ভিডিও-তে দেখা যাচ্ছে, এলাকায় টহল দিতে বেরিয়ে একটি জায়গায় গাড়ি থেকে নেমে হ্যান্ড মাইকে জনগণের উদ্দেশে কিছু বলছেন ওই পুলিশ অফিসার৷ তাঁকে বলতে শোনা যায়, 'কল্যাণপুরা থেকে ৫০ কিলোমিটার পর্যন্ত দূরের এলাকাতেও যখন কোনও বাচ্চা কাঁদে তখন তাদের মায়েরা বলে, 'চুপ হো জা বেটা, নেহি দাঙ্গি আ যায়েগা!'

পুলিশ অফিসার এই ভিডিও দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে৷ তা পুলিশের উপরের মহল পর্যন্ত পৌঁছয়৷ এর পরই কে এল দাঙ্গি নামে ওই পুলিশ অফিসারকে শো কজ করা হয়েছে৷ পুলিশ আধিকারিকরা জানিয়েছেন, প্রাথমিক তদন্তের পর প্রয়োজন অনুযায়ী ওই অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে৷

Published by:Debamoy Ghosh
First published:

Tags: Madhya Pradesh, Police, Sholay