Police File Case: বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে বাবা ভিতরে ঢুকতেই ভয়াবহ দৃশ্য! সুটকেসের ভিতর নিথর-নগ্ন নাবালিকা, দিল্লিতে হাড়হিম কাণ্ড

Last Updated:

Police File Case: স্থানীয়দের দাবি, শনিবার রাতে বছর নয়ের ওই নাবালিকা আত্মীয়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যায়। বাড়িতে জানিয়ে যায়, ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসবে। কিন্তু ফেরা আর হল না।

সুটকেটে উদ্ধার নাবালিকার দেহ (Representative Image)
সুটকেটে উদ্ধার নাবালিকার দেহ (Representative Image)
নয়াদিল্লি: ফের সুটকেসের ভিতর দেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়াল। এবারের স্থান উত্তর-পূর্ব দিল্লির নেহরু বিহার এলাকা। সুটকেসের ভিতর থেকে উদ্ধাক নাবালিকার নিথর দেহ ও নগ্ন দেহ। এবং তা উদ্ধার করলেন মেয়েটির বাবা। কী হয়েছিল?
স্থানীয়দের দাবি, শনিবার রাতে বছর নয়ের ওই নাবালিকা আত্মীয়ের সঙ্গে দেখা করতে তাঁর বাড়ি যায়। বাড়িতে জানিয়ে যায়, ঘণ্টাখানেকের মধ্যেই ফিরে আসবে। কিন্তু দু’ঘণ্টা পেরিয়ে গেলেও বাড়ি না-ফেরায় চিন্তায় পড়েন পরিবারের সদস্যেরা। খোঁজাখুঁজি শুরু করে তার বাবা।
আরও পড়ুন: ৪৮০০০ টাকা মিলবে, সঙ্গে ল্যাপটপ! কারা পাবেন জগদীশচন্দ্র বসু স্কলারশিপ? আবেদন শুরু
ওই আত্মীয়ের বাড়ি খবর নেন, এলাকার চেনা-পরিচিত সকলের সঙ্গে কথা বলেন, কিন্তু মেয়ের কোনও খোঁজ মেলেনি। সেই সময়ই এক পরিচত ব্যক্তি তাঁকে জানান, নাবালিকাকে কাছেই একটি ফ্ল্যাটের দিকে যেতে দেখেছেন। আর সেখানে গিয়েই ভয়ঙ্কর সেই দৃশ্য দেখেন বাবা। দ্বিতলের একটি ফ্ল্যাট বাইরে থেকে তালাবন্ধ। তখন সেই ফ্ল্যাটের তালা ভেঙে ভিতরে প্রবেশ করে ওই ব্যক্তি দেখেন, মেঝেতে রাখা একটি খোলা সুটকেস।
advertisement
advertisement
আরও পড়ুন: জগদীশ চন্দ্র বসু স্কলারশিপ ২০২৫-এর দিনক্ষণ ঘোষণা, কারা পাবেন এই বৃত্তি? যোগ্যতা-ফি বিশদে জানুন
আর তার ভিতরে নগ্ন এবং নিশ্চল অবস্থায় মরে পড়ে রয়েছে তাঁর ছোট্ট মেয়ে। নাবালিকাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকেরা তাকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন। চিকিৎসকেরা নাবালিকার মুখে আঘাতের চিহ্ন পেয়েছেন। যৌন নির্যাতনের সম্ভাবনাও রয়েছে বলে প্রাথমিক অনুমান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এখনও কেউ গ্রেফতার হয়নি।
বাংলা খবর/ খবর/দেশ/
Police File Case: বন্ধ ফ্ল্যাটের তালা ভেঙে বাবা ভিতরে ঢুকতেই ভয়াবহ দৃশ্য! সুটকেসের ভিতর নিথর-নগ্ন নাবালিকা, দিল্লিতে হাড়হিম কাণ্ড
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement