জুহুতে সম্মেলনের অনুমতি বাতিল, পুলিশের নজরে জিগনেশ-খালিদ
Last Updated:
জুহুতে সম্মেলনের অনুমতি বাতিল, পুলিশের নজরে জিগনেশ-খালিদ
#মুম্বই: দলিত মুখ জিগনেশ মেবাণী ও ছাত্রনেতা উমর খালিদকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতি নিচ্ছে মুম্বই পুলিশ। মহারাষ্ট্রের দলিত নেতাদের অভিযোগ, জাতি বিবাদে কট্টর দুই হিন্দু নেতার নামেও এফআইআর হয়েছে। কিন্তু তাদের বিরুদ্ধে কোনও পদক্ষেপই করা হচ্ছে না। দলিত বিক্ষোভের আঁচে একটি ছাত্র সম্মেলনের অনুমতিই বাতিল করে দিয়েছে প্রশাসন।
৩১ ডিসেম্বর এলগার পরিষদে উস্কানিমূলক ভাষণ দিয়েছেন গুজরাটের দলিত নেতা জিগনেশ মেবাণী ও জেএনইউ-এর ছাত্রনেতা উমর খালিদ। এই অভিযোগে আগেই তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছে পুণে পুলিশ। ভাষণের ভিডিও খতিয়ে দেখে জিগনেশ এবং উমরকে জিজ্ঞাসাবাদের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
জাতি-বিবাদের জেরে জুহুতে একটি ছাত্র সংগঠনের জাতীয় সম্মেলন বাতিল করে দিয়েছে পুলিশ। এদিন ছাত্রছাত্রীদের সম্মেলনের জায়গায় ঢুকতে দেওয়া হয়নি। ছাত্ররা প্রতিবাদ জানালে প্রায় কয়েকশো ছাত্রকে আটক করা হয়। পরে ছাত্ররা জুহু থানার সামনে বিক্ষোভ দেখান। জিগনেশ মেবাণী ও উমর খালিদকে আমন্ত্রণ জানানোর জন্যই অনুমতি বাতিল করা হয়েছে বলে দাবি ছাত্রনেতাদের।
advertisement
advertisement
মহারাষ্ট্র, দিল্লির পর এবং দলিত বিক্ষোভের আঁচ গুজরাত, মধ্যপ্রদেশেও। গুজরাতের জুনাগড়ে রাজকোট-সোমনাথ জাতীয় সড়ক সহ একাধিক রাস্তায় অবরোধ করে সমস্ত আম্বেডকর সমাজ। সুরাতেও বিক্ষোভ হয়। তবে সর্বত্রই বিক্ষোভ ছিল শান্তিপূর্ণই। মধ্যপ্রদেশের বুরহানপুরে পথে নামেন দলিতরা। পুষ্কর বাসস্ট্যান্ডে বেশ কয়েকটি বাসে ভাঙচুরও চালানো হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 04, 2018 7:21 PM IST

