#কলকাতা: পোলবা পুলকার দুর্ঘটনায় ঋষভের অবস্থার আরও অবনতি হয়েছে ৷ কিডন, লিভার, ফুসফুসের সংক্রমণ বেড়ে গেছে ৷ মাল্টি অর্গান ফেলিওর-র দিকে এগোচ্ছে ক্লাস ২-র ঋষভ ৷ একমো যন্ত্রের সাপোর্টে থাকলেও অবস্থার উন্নতি হচ্ছে না ৷ চিকিৎসকরা প্রায় সব অস্ত্র প্রয়োগ করেছেন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে ঋষভ ৷
এসএসকেএমের কার্ডিওথোরাসিক ভাসকুলার সার্জারি বিভাগে পূর্ন ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। গত ২৪ ঘন্টায় বেশ কিছুটা শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
আরও পড়ুন - ১১ বছরের কিশোরী বাথটবেই বাচ্চার জন্ম দিল, রেপের অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে
কিডনি লিভার, ফুসফুস-সহ একাধিক অর্গান ঠিকভাবে কাজ করছে না। দুপুরে ফের জরুরি ভিত্তিতে মেডিকেল বোর্ড বসেছে। একমো এবং সম্পূর্ণ ভেন্টিলেশন সাপোর্টে রেখে দেওয়া হয়েছে। শরীরে অক্সিজেনের মাত্রা ওঠানামা করছে। রক্তচাপ অস্বাভাবিক। মূত্রত্যাগ প্রক্রিয়া ঠিকভাবে কাজ করছে না। রক্তের প্লেটলেট সহ অন্যান্য উপাদানের মাত্রা স্বাভাবিক নেই। ফের সিঙ্গেল ডোনার প্লেটলেট দেওয়ার চেষ্টা চলছে। সবমিলিয়ে অতি সংকটজনক অবস্থায় ঋষভ। মরিয়া চেষ্টা চালালেও চিকিৎসক চিন্তা বাড়ছে। অন্যদিকে গত ২৪ ঘন্টায় ফের কিছুটা উন্নতি দিব্যাংশুর।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।