১১ বছরের কিশোরী বাথটবেই বাচ্চার জন্ম দিল, রেপের অভিযোগ আত্মীয়ের বিরুদ্ধে

Last Updated:
১০০ বারের বেশি শারীরিক মিলন স্বীকার করেছেন অভিযুক্ত ১৭ বছরের কিশোর
1/6
১১ বছরের কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে তিন আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে তার আগেই অবশ্য ধর্ষণের পরিণতি হয়ে গেছে ৷ Photo- Representive
১১ বছরের কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে তিন আত্মীয়কে গ্রেফতার করেছে পুলিশ ৷ তবে তার আগেই অবশ্য ধর্ষণের পরিণতি হয়ে গেছে ৷ Photo- Representive
advertisement
2/6
ধর্ষিতা মেয়েটি সন্তানসম্ভবা হয়ে পড়ে ৷ কোনও হাসপাতালে নয় নিজের বাড়ির বাছটবেই সন্তানের জন্ম দিতে বাধ্য হয় কিশোরীটি ৷ Photo- Representive
ধর্ষিতা মেয়েটি সন্তানসম্ভবা হয়ে পড়ে ৷ কোনও হাসপাতালে নয় নিজের বাড়ির বাছটবেই সন্তানের জন্ম দিতে বাধ্য হয় কিশোরীটি ৷ Photo- Representive
advertisement
3/6
বাড়িতে জন্মানো সন্তানের ইউম্বিক্যাল কর্ড ও প্ল্যাসেন্টা লেদেছিল , তার বডি টেম্পরেচর ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস ৷ তাই তাকে নিয়ে হাসপাতালে যেতে বাধ্য হন ৷ সেখানেই সামনে আসে ১১ বছরের মেয়েটির ওপর হওয়া পৈশাচিক অত্যাচারের কথা ৷ Photo- Representive
বাড়িতে জন্মানো সন্তানের ইউম্বিক্যাল কর্ড ও প্ল্যাসেন্টা লেদেছিল , তার বডি টেম্পরেচর ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস ৷ তাই তাকে নিয়ে হাসপাতালে যেতে বাধ্য হন ৷ সেখানেই সামনে আসে ১১ বছরের মেয়েটির ওপর হওয়া পৈশাচিক অত্যাচারের কথা ৷ Photo- Representive
advertisement
4/6
মেয়েটির বিষয়ে তদন্ত করতে গিয়ে প্রতমে হাসপাতালে বর্তি করতে আসে ওই আত্মীয়কে গ্রেফতার করে পুলিশ ৷ এছাড়াও তদন্তে এগিয়ে আরও এক কিশোরের বিষয়ে জানতে পারা যায় ৷ Photo- Representive
মেয়েটির বিষয়ে তদন্ত করতে গিয়ে প্রতমে হাসপাতালে বর্তি করতে আসে ওই আত্মীয়কে গ্রেফতার করে পুলিশ ৷ এছাড়াও তদন্তে এগিয়ে আরও এক কিশোরের বিষয়ে জানতে পারা যায় ৷ Photo- Representive
advertisement
5/6
মেয়েটির সঙ্গে অন্তত ১০০ বার সেক্স করার কথা স্বীকার করে ওই ১৭ বছরের কিশোর ৷ রেপের অভিযোগে তাঁকেও গ্রেফতার করা হয়েছে ৷ Photo- Representive
মেয়েটির সঙ্গে অন্তত ১০০ বার সেক্স করার কথা স্বীকার করে ওই ১৭ বছরের কিশোর ৷ রেপের অভিযোগে তাঁকেও গ্রেফতার করা হয়েছে ৷ Photo- Representive
advertisement
6/6
মেয়েটিকে সঠিক চিকিৎসা ব্যবস্থা না করানোর এক মহিলা আত্মীয়াকে গ্রেফতার করা হয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট চার্লসের ঘটনা এটি ৷ ১২ বছরের কম মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের অপরাধে গ্রেফতার হয়েছে ১৭ বছরের কিশোর ৷ Photo- Representive
মেয়েটিকে সঠিক চিকিৎসা ব্যবস্থা না করানোর এক মহিলা আত্মীয়াকে গ্রেফতার করা হয়েছে ৷ মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট চার্লসের ঘটনা এটি ৷ ১২ বছরের কম মেয়ের সঙ্গে শারীরিক সম্পর্কের অপরাধে গ্রেফতার হয়েছে ১৭ বছরের কিশোর ৷ Photo- Representive
advertisement
advertisement
advertisement