POK Militant:‘ভারতীয় সেনার উপর হামলা চালানোর জন্য পাকিস্তানি কর্নেল ৩০ হাজার টাকা দেয়’, স্বীকারোক্তি আত্মঘাতী হামলায় আসা পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গির

Last Updated:

POK Militant: সেনা সূত্রে দাবি, জেরায় তাবারক জানিয়েছে ভারতীয় সেনার উপর হামলা চালানোর জন্য সে পাকিস্তানি কর্নেল ইউনুস চৌধুরির কাছ থেকে ৩০ হাজার টাকা পেয়েছে

পাক অধিকৃত কাশ্মীরের কোটি এলাকার সবজকোট গ্রামের বাসিন্দা এই তাবারক হুসেন অনুপ্রবেশের সময় ভারতীয় সেনার হাতে ধরা পড়ে
পাক অধিকৃত কাশ্মীরের কোটি এলাকার সবজকোট গ্রামের বাসিন্দা এই তাবারক হুসেন অনুপ্রবেশের সময় ভারতীয় সেনার হাতে ধরা পড়ে
নয়াদিল্লি : জম্মু কাশ্মীরের রজৌরি জেলার নওশেরা সেক্টরে গত ২১ অগাস্ট লাইন অব কন্ট্রোল থেকে ভারতীয় সেনার হাতে ধরা পড়ে পাক অধিকৃত কাশ্মীর থেকে আসা এক ফিদায়েঁ (POK Militant Tabarak Hussain) ৷ ভারতীয় সেনার সূত্রে জানা গিয়েছে ওই জঙ্গির নাম তাবারক হুসেন ৷ সেনা সূত্রে দাবি, জেরায় তাবারক জানিয়েছে ভারতীয় সেনার উপর হামলা চালানোর জন্য সে পাকিস্তানি কর্নেল ইউনুস চৌধুরির কাছ থেকে ৩০ হাজার টাকা পেয়েছে ৷
উপত্যকায় চিকিৎসা চলছে আহত ওই জঙ্গির ৷ সেখানেই সংবাদ সংস্থার প্রতিনিধিদের সে জানিয়েছে আরও চার-পাঁচজনের সঙ্গে সে ভারতীয় সীমায় ঢোকার চেষ্টা করেছিল ৷ ট্যুইটারে শেয়ার করা ভিডিওতে দেখা গিয়েছে তাবারক হুসেন স্বীকার করছে যে আরও দু’ তিন জন ঘনিষ্ঠের সঙ্গে সে ভারতীয় সীমায় রেকি চালিয়ে অপেক্ষা করছিল উপযুক্ত সময় ও সুযোগের ৷
advertisement
পাক অধিকৃত কাশ্মীরের কোটি এলাকার সবজকোট গ্রামের বাসিন্দা এই তাবারক হুসেন অনুপ্রবেশের সময় ভারতীয় সেনার হাতে ধরা পড়ে ৷ তার নিজের কথায়, ‘‘আরও চার পাঁচজনের সঙ্গে আমি এখানে একটি আত্মঘাতী হামলার উদ্দেশে এসেছিলাম ৷ আমাদের পাঠিয়েছিল পাকিস্তানি সেনার কর্নেল ইউনুস চোধুরি ৷ ভারতীয় সেনাকে লক্ষ্য করে আক্রমণ করার জন্য ৩০ হাজার টাকা দিয়েছিল ৷ ভারতীয় সেনার ১-২ টো চৌকিতে রেকিও করেছি ৷’’
advertisement
advertisement
আরও পড়ুন : ভারত-বাংলাদেশ নদী ও নদীর জল নিয়ে মেগা বৈঠক দিল্লিতে
পাকিস্তানি সেনাবাহিনীর মেজর রজ্জাকের কাছে তার প্রশিক্ষণ চলেছিল বলেও জানিয়েছে হুসেন ৷ সঙ্গী জঙ্গিদের বিশ্বাসঘাতকতার জন্যই সে ভারতীয় সেনার হাতে ধরা পড়ে বলে অভিযোগ তার ৷ সেনা হাসপাতালে বসে ভারতীয় সংবাদমাধ্যমের কাছে তার স্বীকারোক্তি, ভারতীয় সেনাবাহিনীর উপরে আক্রমণ চালানোর জন্য ৬ মাস তার প্রশিক্ষণ চলেছে এবং পাকিস্তানি সেনা পরিচালিত লশকর-এ-তৈবা ও জইশ-এ-মহম্মদের জঙ্গি শিবিরেও একাধিকবার গিয়েছে সে ৷
advertisement
advertisement
আরও পড়ুন :  দেশে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ১০ হাজার পার, মৃত্যু ৩৬
রজৌরির সেনা হাসাপাতালের কম্যান্ড্যান্ট ব্রিগেডিয়ার রাজীব নাইয়ার জানিয়েছেন, হুসেনের অবস্থা স্থিতিশীল ৷ তাকে রক্ত দেওয়া হয়েছে ৷ খাওয়ানোও হয়েছে ৷ ধরা পড়ার সময় হুসেন চিৎকার করে বলেছিল, ‘‘ আমি মরার জন্য এসেছিলাম ৷ কিন্তু আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে ৷ ভাই, আমাকে এখান থেকে বার করো ৷’’ সেনাবাহিনীর আধিকারিকদের সূত্রে জানা গিয়েছে হুসেনের গোপনাঙ্গ কেশমুক্ত করা হয়েছিল ৷ অতীতেও আত্মঘাতী হামলায় আসা জঙ্গিদের মধ্যে এই রীতি দেখা গিয়েছে বলে জানানো হয়েছে ৷
advertisement
প্রসঙ্গত হুসেন আরও জানিয়েছে ২০১৬ সালে এই একই সেক্টর থেকে সীমা লঙ্ঘন করে অনুপ্রবেশের দায়ে সে ধরা পড়েছিল তার ভাই হারুণ আলির সঙ্গে ৷ কিন্তু পরবর্তীতে ২০১৭-র নভেম্বরে মানবতার খাতিরে তাদের ফিরিয়ে দেওয়া হয় ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
POK Militant:‘ভারতীয় সেনার উপর হামলা চালানোর জন্য পাকিস্তানি কর্নেল ৩০ হাজার টাকা দেয়’, স্বীকারোক্তি আত্মঘাতী হামলায় আসা পাক অধিকৃত কাশ্মীরের জঙ্গির
Next Article
advertisement
Salt Lake Jeweller Murder Update: গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন!
গ্রেফতার বন্ধু এবং গাড়ির চালক, স্বর্ণ ব্যবসায়ী খুনের ঘটনায় আরও বিপাকে রাজগঞ্জের বিডিও!
  • স্বর্ণ ব্যবসায়ী হত্যাকাণ্ডে আরও বিপাকে রাজগঞ্জের বিডিও৷

  • ধৃত বিডিও-র গাড়ির চালক এবং বন্ধু৷

  • গ্রেফতার করল বিধাননগর দক্ষিণ থানার পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement