সংসদে শীতকালীন অধিবেশন শান্তিপূর্ণ হওয়ার আবেদন প্রধানমন্ত্রীর

Last Updated:

আজ শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। তার আগে নরেন্দ্র মোদি বলেন, অধিবেশন আলোচনা ও বিতর্কের জন্য। দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে সব সাংসদ সহযোগিতা করবেন বলে আশাবাদী প্রধানমন্ত্রী।

#নয়াদিল্লি: সমস্ত রাজনৈতিক দলের কাছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ অধিবেশন হওয়ার আবেদন জানালেন প্রধানমন্ত্রী। অসহিষ্ণুতার সুনামি সংসদে আছড়ে পড়ার আশঙ্কা করছে মোদি সরকার। আজ শুরু হয়েছে শীতকালীন অধিবেশন। তার আগে নরেন্দ্র মোদি বলেন, অধিবেশন আলোচনা ও বিতর্কের জন্য। দেশবাসীর প্রত্যাশা পূরণ করতে সব সাংসদ সহযোগিতা করবেন বলে আশাবাদী প্রধানমন্ত্রী।
ললিত মোদি ইস্যুতে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজের পদত্যাগের দাবিতে উত্তাল হয়েছিল সংসদের বাদল অধিবেশন। সংসদ অচল থাকায় একদিকে যেমন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়নি তেমনই কোটি কোটি টাকার অপচয় হয়েছে। তাই শীতাকালীন অধিবেশন সচল রাখতে মরিয়া বিজেপি সরকার। সেখানে কাঁটা অসহিষ্ণুতা ইস্যু। দেশজুড়ে এনিয়ে বিতর্ক চলছে। সেই ঝড় সংসদেও আছড়ে পড়ার আশঙ্কা করছে বিজেপি। শীতকালীন অধিবেশন শুরু আগে বৃহস্পতিবার ফের সংসদ সচল রাখার আবেদন জানালেন মোদি। আলোচনা, বিতর্কের মধ্যে দিয়ে শান্তিপূর্ণভাবে অধিবেশন চালিয়ে যাওয়ার আবেদন করেন সমস্ত রাজনৈতিক দলের সাংসদের কাছে।
advertisement
জিএসটি থেকে অসহিষ্ণুতা - শীতকালীন অধিবেশনেও কেন্দ্রকে কোণঠাসা করার কোনও কৌশল ছাড়তে চায় না বিরোধীরা। সেখানে চলতি অধিবেশনে আর্থিক পরিষেবা বিল, রাসায়নিক সার বিল, কমিউনিকেশন অ্যান্ড ডিজাইন বিল সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিল পাশ করাতে মরিয়া কেন্দ্র। সুষ্ঠুভাবে অধিবেশন চালাতে অসহিষ্ণুতা আলোচনায় শীতকালিন অধিবেশনে নির্দিষ্ট সময় বরাদ্দেরও দাবি মেনে নিয়েছে মোদি সরকার। ২৩ ডিসেম্বর শেষ হবে অধিবেশন। সরকারের লক্ষ্য, অসহিষ্ণুতা হোক বা অন্য কোনও ইস্যুতে সংসদ অচল করতে না পারে বিরোধীরা।
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
সংসদে শীতকালীন অধিবেশন শান্তিপূর্ণ হওয়ার আবেদন প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement