ফণী পরবর্তী পরিস্থিতি খতিয়ে দেখতে আগামিকাল ওড়িশা সফরে প্রধানমন্ত্রী
Last Updated:
#নয়াদিল্লি: মঙ্গলবার থেকে সকলের নজর ছিল এই ঘূর্ণিঝড় ফণীর দিকে। নজর ছিল বঙ্গোপসাগরে কতটা শক্তি বাড়াচ্ছে এই ঘূর্ণিঝড়। বাড়ছিল আশঙ্কাও। বৃহস্পতিবারের মধ্যে পরিষ্কার হয়ে যায়, সব আশঙ্কা সত্যি করে শুক্রবারই ওড়িশা উপকূলে আছড়ে পড়বে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ফণী ৷ এই ঘূর্ণিঝড়ের ফলে গোটা রাজ্য বিধ্বস্ত হয়ে গিয়েছে ৷ রবিবার বিকেল পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৩২ ৷ যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ ৷
সোমবার সকালে পরিস্থিতি খতিয়ে দেখতে ওড়িশা পৌঁছবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ফণীর জেরে একেবারে ধুলিসাৎ হয়ে গিয়েছে গোটা রাজ্য ৷ ভেঙে পড়েছে ঘর-বাড়ি ৷ ক্ষতিগ্রস্থ হয়েছে চাষাবাদের জমি ৷ জোরকদমে চলছে উদ্ধারকাজ ৷ তবে, এহেন পরিস্থিতিতে ওডিশার পাশে রয়েছে কেন্দ্রীয় সরকার ৷
গত শুক্রবার সকাল আটটা নাগাদ পুরীর কাছে আছড়ে পড়ে ফণী ৷ ঝড়ের গতিবেগ ঘণ্টায় ২০৫ কিলোমিটার ৷ মুহূর্তে লণ্ডভণ্ড হয়ে যায় গোটা শহর ৷ ঝড়ের মুখে সব কিছু মুহূর্তের মধ্যে উড়ে যায় তাসের মতো ৷ ওডিশার ১১টি জেলা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে ঝড়ের দাপটে ৷ এখনও পর্যন্ত ওডিশায় ৬ জনের মৃত্যুর খবর মিলেছে ৷ শুক্রবার দুপুরে ফণীর দাপটে ক্ষতিগ্রস্থ রাজ্যগুলিকে ১০০০ কোটি টাকা অগ্রিম ত্রাণ তহবিল ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 05, 2019 11:38 PM IST