Lockdown| ১৭ মে-র পরে কী হবে? লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির

Last Updated:

গত ২৫ মার্চ দেশজোড়া লকডাউন শুরুর পরে এই নিয়ে পাঁচবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন মোদি৷ আজ অর্থাত্‍ সোমবারের বৈঠকে আলোচনার কেন্দ্র মূলত অর্থনীতিকে চাঙ্গা করার পদক্ষেপ৷

#নয়াদিল্লি: ইতিমধ্যেই বেশ কিছু ক্ষেত্রে লকডাউনে ছাড় দেওয়া হয়েছে৷ ১৭ মে পর্যন্ত তৃতীয়দফার দেশজোড়া লকডাউনের মধ্যেই অর্থনীতিকে চাঙ্গা করতে একাধিক পদক্ষেপ করছে কেন্দ্র ও রাজ্য সরকারগুলি৷ থমকে থাকা অর্থনীতির চাকা ঘোরাতে আজ সোমবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সে বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ আগের বৈঠকগুলিতে কিছু মুখ্যমন্ত্রীকেই কথা বলার সুযোগ দেওয়া হয়েছিল৷ কিন্তু এদিনের বৈঠকে সবাই বলতে পারবেন বলে জানা যাচ্ছে৷ লকডাউনের সিদ্ধান্ত কিছু পরিবর্তন হতে পারে৷ মুখ্যমন্ত্রীদের বললেন মোদি৷
advertisement
গত ২৫ মার্চ দেশজোড়া লকডাউন শুরুর পরে এই নিয়ে পাঁচবার সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক করছেন মোদি৷ আজ অর্থাত্‍ সোমবারের বৈঠকে আলোচনার কেন্দ্র মূলত অর্থনীতিকে চাঙ্গা করার পদক্ষেপ৷ ১৭ মে-র পরে লকডাউন বাড়বে, নাকি উঠে যাবে, তা নিয়েও চলছে আলোচনা৷ সূত্রের খবর, ১৭ মে-র পরে শুধুমাত্র কন্টেইনমেন্ট জোনগুলিতে লকডাউন চলতে পারে৷
advertisement
বৈঠকে প্রধানমন্ত্রী ছাড়াও রয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ৷
স্বাস্থ্যমন্ত্রকের হিসেবে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ৪,২১৩ জন। যা এখনও পর্যন্ত এক দিনে সর্বোচ্চ। গত কয়েকদিনে দৈনিক যেখানে ২,০০০-এর বেশি করোনা আক্রান্তের হদিশ মিলছিল, গত ২৪ ঘণ্টায় তা একলাফে বেড়ে ৪,০০০ ছাড়িয়ে চলে গিয়েছে। এই বৃদ্ধির জেরে করোনা ভাইরাসে আক্রান্তের মোট সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৬৭,১৫২ জন। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ৯৭ জনের। এর জেরে মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ২২০৬। এখনও পর্যন্ত করোনায় সুস্থ হয়েছেন ২০ হাজার ৯১৬।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lockdown| ১৭ মে-র পরে কী হবে? লকডাউন নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক মোদির
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement