PM Modi: ‘নিয়মকানুন ভাল, কিন্তু মানুষকে হয়রানি দিয়ে নয়’! ইন্ডিগোর বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ মোদির

Last Updated:

PM Modi On IndiGo Crisis: ইন্ডিগোর বিমানসংস্থায় বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷

‘নিয়মকানুন ভাল, কিন্তু মানুষকে হয়রানি দিয়ে নয়’! ইন্ডিগোর বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ মোদির
‘নিয়মকানুন ভাল, কিন্তু মানুষকে হয়রানি দিয়ে নয়’! ইন্ডিগোর বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ মোদির
নয়াদিল্লি: ইন্ডিগোর বিমানসংস্থায় বিপর্যয় নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ ইন্ডিগোর একের পর এক ফ্লাইট বাতিলের জেরে বিগত কয়েকদিন ধরেই সমস্যায় প্রচুর মানুষ৷ এ বিষয়ে উদ্বেগ প্রকাশ করে প্রধানমন্ত্রী এনডিএ-র সাংসদদের উদ্দেশ্যে বলেন, ‘‘মানুষ যেন কষ্ট না পায়, অসুবিধার মুখোমুখি না হয়।’’
প্রধানমন্ত্রী বলেন, ‘‘নিয়ম-কানুন ভাল, কিন্তু সিস্টেম ঠিক করার জন্য মানুষের হয়রানি ঠিক নয়৷’’ প্রধানমন্ত্রীর বার্তা সংসদীয় বৈঠকে জানালেন সংসদীয় বিষয়ক মন্ত্রী এবং সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু৷ গত প্রায় আট দিন ধরে চলেছে দেশের সবচেয়ে বড় বিমানসংস্থার এই সঙ্কট৷ একাধিক বিমান বাতিল হয়েছে মঙ্গলবারও৷
advertisement
advertisement
কিরেন রিজিজু জানিয়েছেন, প্রধানমন্ত্রী এনডিএ-র সংসদীয় বৈঠকে এই বিষয়টি তুলেছেন৷ এবং তিনি জানিয়েছেন যাত্রীদের সুবিধা এবং স্বাচ্ছন্দ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ “NDA সংসদীয় বৈঠকে প্রধানমন্ত্রী NDA-র সংসদ সদস্যদের বলেছেন, মানুষ যেন কষ্ট না পায়, অসুবিধার মুখোমুখি না হয়। নিয়ম-কানুন ভাল, কিন্তু সিস্টেম ঠিক করার জন্য মানুষের হয়রানি ঠিক নয়’, প্রধানমন্ত্রীর বার্তা তুলে বলেন রিজিজু৷
advertisement
তিনি বলেন, “তিনি NDA-র সব সংসদ সদস্যকে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন কীভাবে দেশের জন্য, নিজেদের এলাকা ও রাজ্যের জন্য কাজ করতে হবে। রিজিজু আরও বলেন, প্রধানমন্ত্রী সংস্কারের ওপর জোর দিয়েছেন। PTI-র তথ্য অনুযায়ী, মঙ্গলবার হায়দরাবাদ থেকে ও আসা-যাওয়ার ৫৮টি ফ্লাইট এবং বেঙ্গালুরু থেকে ১২০টির বেশি ফ্লাইট বাতিল হয়েছে। ইন্ডিগো-র এই দীর্ঘমেয়াদী সংকটের জন্য শাস্তিস্বরূপ শীতকালীন সময়সূচিতে বেশ কিছু রুট হারাতে পারে, তেমনই সূত্রের খবর৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Modi: ‘নিয়মকানুন ভাল, কিন্তু মানুষকে হয়রানি দিয়ে নয়’! ইন্ডিগোর বিপর্যয়ে উদ্বেগ প্রকাশ মোদির
Next Article
advertisement
Mamata Banerjee: ‘১০০ দিনের কাজের টাকা দেওয়ার আমরাই দেব’, কেন্দ্রের চিঠি ছিঁড়ে প্রতিবাদ! ‘আবার ক্ষমতায় আসব’ কোচবিহার থেকে ঘোষণা মমতার
‘১০০ দিনের কাজের টাকা আমরাই দেব’, ‘আবার ক্ষমতায় আসব’ কোচবিহার থেকে ঘোষণা মমতার
  • কোচবিহারে জনসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

  • এসআইআর থেকে ১০০ দিনের কাজ, একাধিক বিষয়ে কেন্দ্রকে তোপ মমতার

  • বিহারের ভোট কেনা নিয়েও কেন্দ্রকে বিঁধলেন মুখ্যমন্ত্রী

VIEW MORE
advertisement
advertisement