PM Narendra Modi: আন্তর্জাতিক যোগ দিবসে কাশ্মীরে মোদির যোগাভ্যাস, ডাল লেকের তীরে সেলফি সেশন প্রধানমন্ত্রীর

Last Updated:

PM Narendra Modi: মোদির প্রস্তাবেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে যোগাসন। আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিতে এবার উপত্যকাকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি।

নরেন্দ্র মোদির সেলফি সেশন
নরেন্দ্র মোদির সেলফি সেশন
শ্রীনগর: দশম আন্তর্জাতিক যোগা দিবল পালন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জম্মু-কাশ্মীরের রাজধানীর প্রাণকেন্দ্র ডাল লেকের ধারে যোগ দিবস উপলক্ষে ভাষণও দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, ‘যোগ সমাজে পরিবর্তনের নতুন রাস্তা তৈরি করছে। যোগাব্যায়ামের মাধ্যমে আমরা বিশ্বে ইতিবাচক প্রভাব ফেলতে পারি। যোগ একটি বিজ্ঞান। আজ সেনাবাহিনী থেকে শুরু করে ক্রীড়া ক্ষেত্রে যোগব্যায়ামকে সামিল করা হয়েছে। মহাকাশচারীদেরও যোগাসনের প্রশিক্ষণ দেওয়া হয়। এতে কর্মক্ষমতা বাড়ে। যোগাসন আমাদের শরীর ও মনকে শক্তিশালী করে তোলে। যোগ আমাদের ভালভাবে বাঁচতে শেখায়।’
advertisement
আরও পড়ুন: NIRF র‍্যাঙ্কিং ২০২৪, দেশের সেরা ১০০টি ইঞ্জিনিয়ারিং কলেজ নাম প্রকাশিত, বাংলার কোন কলেজ তালিকায়?
মোদির প্রস্তাবেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে যোগাসন। আন্তর্জাতিক যোগ দিবসে অংশ নিতে এবার উপত্যকাকে বেছে নিয়েছেন প্রধানমন্ত্রী মোদি। শ্রীনগরে ডাল লেকের পাশে শের-ই-কাশ্মীর ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে আয়োজিত যোগ দিবসের অনুষ্ঠানে অংশ নেন তিনি। যোগাসনের ফাঁকে তিনি অংশগ্রহণকারীদের সঙ্গে সেলফিও তোলেন।
advertisement
advertisement
শুক্রবার যোগ দিবস উদযাপনের অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন লেফট্যানেন্ট গভর্নর মনোজ সিনহা এবং আয়ুষ মন্ত্রী প্রতাপরাও গণপতরাও যাদব ৷ প্রতি বছর দেশের বিভিন্ন প্রান্তে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ গত বছর নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দফতরে আয়োজিত অনুষ্ঠানের নেতৃত্ব দিয়েছিলেন তিনি ৷ এবছর জম্মু-কাশ্মীরে আয়োজিত অনুষ্ঠানে নেতৃত্ব দিলেন প্রধানমন্ত্রী৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
PM Narendra Modi: আন্তর্জাতিক যোগ দিবসে কাশ্মীরে মোদির যোগাভ্যাস, ডাল লেকের তীরে সেলফি সেশন প্রধানমন্ত্রীর
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement