Narendra Modi| 'আত্মনির্ভর ভারত'! ২০২০ সালে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা মোদির
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
করোনা ভাইরাস ও তার জেরে লকডাউনের জেরে থমকে থাকা অর্থনীতির চাকাকে সচল করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি জানান, এই আর্থিক প্যাকেজ ভারতের মোট জিডিপি-র ১০ শতাংশ৷
#নয়াদিল্লি: করোনা ভাইরাস ও তার জেরে লকডাউনের জেরে থমকে থাকা অর্থনীতির চাকাকে সচল করতে ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ তিনি জানান, এই আর্থিক প্যাকেজ ভারতের মোট জিডিপি-র ১০ শতাংশ৷
#WATCH live from Delhi: PM Narendra Modi addresses the nation. https://t.co/MIw1kDZTxf
— ANI (@ANI) May 12, 2020
advertisement
প্রধানমন্ত্রী জানান এই আর্থিক প্যাকেজ আগামী দিনগুলিতে বিস্তারিত ভাবে জানাবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী৷ এই ২০ লক্ষ কোটি টাকার আর্থিক প্যাকেজ কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি শিল্প এবং সত্ করদাতাদের জন্য৷ এই প্যাকেজের নাম 'আত্মনির্ভর ভারত অভিযান'৷ প্রধানমন্ত্রী বলেন, 'এই প্যাকেজ কুটির শিল্প, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগের জন্যে, অসংগঠিত শ্রমিকের জন্য, কৃষকের জন্যে। এই প্যাকেজ মধ্যবিত্তের জন্য যাঁরা কর দেন। এই প্যাকেজ ব্যবসায়ীদের জন্য। আগামীকাল কেন্দ্রীয় অর্থমন্ত্রী বিস্তারিত জানাবেন।'
advertisement
প্রধানমন্ত্রী বলেন, 'আমরা শুনেছি, ২১ শতক ভারতের৷ আমাদের সমাধান সমস্যার চেয়ে অনেক বড়৷ আমাদের নিজেদের বাঁচিয়ে এগিয়ে যেতে হবে৷ আমরা হার মানব না৷ এই শতাব্দীর শুরুতেই y2k সংকট থেকে ভারতই উদ্ধার করেছিল। আমাদের কাছে দেশের সবচেয়ে ভাল প্রতিভা আছে।
আমি কচ্ছ্বের ভূমিকম্প দেখেছি। দেখে মনে হত কচ্ছ্ব মৃত্যুপুরী। ভাবিনি সব বদলাবে। কিন্তু কচ্ছ্ব বদলেছে। আমরা যদি সিদ্ধান্ত নিই, তবে আমরা তা সাকার করবই।'
advertisement
তিনি জানান, যখন করোনা সঙ্কট শুরু হয়েছিল তখন ভারতে পিপিই কিট তৈরি হত না। এখন দেশে রোজ ২ লক্ষ পিপিই ও ২ লক্ষ এন৯৫ মাস্ক তৈরি হচ্ছে। আমরা বিপদকে সুযোগ বানিয়েছি৷ আজ মানবসম্পদে অনেক বেশি জোর দেওয়া হয়েছে। আর তাই ভারতের আশা অনেক বেশি। আমাদের সংস্কার আত্মনির্ভরতার কথাই বলে৷ আমরা মনে করি বিশ্ব আমাদের পরিবার। আমাদের এই আত্মনির্ভরতায় শান্তির কথা রয়েছে, জীবের কল্যাণ, বিশ্বকে পরিবার ভাবার আদর্শ রয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 12, 2020 8:50 PM IST