‘আমি বিশ্বাস করি, আমাদের বন্ধুত্বে কখনই ফাটল ধরবে না’, ট্রাম্পকে বললেন মোদি

Last Updated:

‘আজ মোতেরা স্টেডিয়ামে নতুন ইতিহাস তৈরি হল৷’

#আহমেদাবাদ: ‘আজ মোতেরা স্টেডিয়ামে নতুন ইতিহাস তৈরি হল৷’ নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের একেবারে শুরুতে এভাবেই নিজের বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ হাউডি মোদি অনুষ্ঠানে গিয়েছিলেন মোদি৷ সেখানে মার্কিন নাগরিকদের অভ্যর্থনা তাঁদের মুগ্ধ করেছিল৷ এবার ভারতে এসে বক্তব্যে সে কথা মনে করিয়ে দেন মোদি৷ আমি হিউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে গিয়েছিলাম৷ আর আজ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের শহর আহমেদাবাদ থেকে নিজের সফর শুরু করছেন৷ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে আপনাকে স্বাগত জানাই ডোনাল্ড ট্রাম্প৷ গুজরাতের মোতেরায় এসে আপনি ভারতের আসল মনের কথাটা বুঝতে পারবেন৷ ভারত ও আমেরিকার সম্পর্ক শুধু মাত্র একটা কূটনৈতিক সম্পর্ক নয়৷ এখন দু’দেশ অনেকটা কাছে এসেছে৷ প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর পরিবার নিয়ে এখানে এসেছেন, আমি ধন্যবাদ জানাই গুজরাতের মানুষকে এত সুন্দর করে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য৷ মনে হচ্ছে যেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে৷ ভারতের মেলানিয়ে আসার আমরা আনন্দিত৷ আপনি সুস্থ আমেরিকা তৈরিতে অনেক কাজ করেছেন৷’
প্রাথমিকভাবে এই কথাগুলি বলার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মঞ্চে কথা বলার জন্য আহ্ববান জানান মোদি৷ তারপর ট্রাম্পের ভাষণ শেষ হলে ফের ধন্যবাদ জ্ঞাপন করেন মোদি৷ বলেন, ‘ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে আপনি এতটা সম্মান করেছেন, আমার ভাল লাগছে৷ আজ আপনি শুধু ভারতীয়দের সম্মান করলেন না, বরং আমেরিকার ভারতীয়দেরও সম্মান করলেন৷ দু’দেশের মধ্যে এই ধরণের সম্পর্ক অত্যন্ত প্রয়োজনীয়৷ আমি বিশ্বাস করি, আমাদের বন্ধুত্বে কখনই চিঁড় ধরবে না৷ আমি খুশি যেভাবে ভারত ও আমেরিকা যৌথভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে৷
advertisement
আমেরিকা ভারতের সবচেয়ে বড় রপ্তানি সঙ্গী৷ আমরা সবচেয়ে বেশি করে সামরিক যৌথ মহড়ায় অংশ নিয়েছি৷ এককথায় বলাই যায়, ভারত ও আমেরিকা স্বাভাবিক সঙ্গী৷ আমরা দুই দেশ একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করব৷ এবং দু’দেশের স্বপ্ন পুরণের জন্য কাজ করব৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
‘আমি বিশ্বাস করি, আমাদের বন্ধুত্বে কখনই ফাটল ধরবে না’, ট্রাম্পকে বললেন মোদি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement