‘আমি বিশ্বাস করি, আমাদের বন্ধুত্বে কখনই ফাটল ধরবে না’, ট্রাম্পকে বললেন মোদি

Last Updated:

‘আজ মোতেরা স্টেডিয়ামে নতুন ইতিহাস তৈরি হল৷’

#আহমেদাবাদ: ‘আজ মোতেরা স্টেডিয়ামে নতুন ইতিহাস তৈরি হল৷’ নমস্তে ট্রাম্প অনুষ্ঠানের একেবারে শুরুতে এভাবেই নিজের বক্তব্য শুরু করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ হাউডি মোদি অনুষ্ঠানে গিয়েছিলেন মোদি৷ সেখানে মার্কিন নাগরিকদের অভ্যর্থনা তাঁদের মুগ্ধ করেছিল৷ এবার ভারতে এসে বক্তব্যে সে কথা মনে করিয়ে দেন মোদি৷ আমি হিউস্টনে ‘হাউডি মোদি’ অনুষ্ঠানে গিয়েছিলাম৷ আর আজ মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের শহর আহমেদাবাদ থেকে নিজের সফর শুরু করছেন৷ পৃথিবীর বৃহত্তম গণতন্ত্রে আপনাকে স্বাগত জানাই ডোনাল্ড ট্রাম্প৷ গুজরাতের মোতেরায় এসে আপনি ভারতের আসল মনের কথাটা বুঝতে পারবেন৷ ভারত ও আমেরিকার সম্পর্ক শুধু মাত্র একটা কূটনৈতিক সম্পর্ক নয়৷ এখন দু’দেশ অনেকটা কাছে এসেছে৷ প্রেসিডেন্ট ট্রাম্প তাঁর পরিবার নিয়ে এখানে এসেছেন, আমি ধন্যবাদ জানাই গুজরাতের মানুষকে এত সুন্দর করে প্রেসিডেন্ট ট্রাম্পকে স্বাগত জানানোর জন্য৷ মনে হচ্ছে যেন ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে৷ ভারতের মেলানিয়ে আসার আমরা আনন্দিত৷ আপনি সুস্থ আমেরিকা তৈরিতে অনেক কাজ করেছেন৷’
প্রাথমিকভাবে এই কথাগুলি বলার পরেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মঞ্চে কথা বলার জন্য আহ্ববান জানান মোদি৷ তারপর ট্রাম্পের ভাষণ শেষ হলে ফের ধন্যবাদ জ্ঞাপন করেন মোদি৷ বলেন, ‘ভারতের ইতিহাস ও সংস্কৃতিকে আপনি এতটা সম্মান করেছেন, আমার ভাল লাগছে৷ আজ আপনি শুধু ভারতীয়দের সম্মান করলেন না, বরং আমেরিকার ভারতীয়দেরও সম্মান করলেন৷ দু’দেশের মধ্যে এই ধরণের সম্পর্ক অত্যন্ত প্রয়োজনীয়৷ আমি বিশ্বাস করি, আমাদের বন্ধুত্বে কখনই চিঁড় ধরবে না৷ আমি খুশি যেভাবে ভারত ও আমেরিকা যৌথভাবে উন্নতির দিকে এগিয়ে যাচ্ছে৷
advertisement
আমেরিকা ভারতের সবচেয়ে বড় রপ্তানি সঙ্গী৷ আমরা সবচেয়ে বেশি করে সামরিক যৌথ মহড়ায় অংশ নিয়েছি৷ এককথায় বলাই যায়, ভারত ও আমেরিকা স্বাভাবিক সঙ্গী৷ আমরা দুই দেশ একসঙ্গে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করব৷ এবং দু’দেশের স্বপ্ন পুরণের জন্য কাজ করব৷
advertisement
বাংলা খবর/ খবর/দেশ/
‘আমি বিশ্বাস করি, আমাদের বন্ধুত্বে কখনই ফাটল ধরবে না’, ট্রাম্পকে বললেন মোদি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement