#নয়াদিল্লি: অতীতে পাশে দাঁড়ালেও এবার হল না তার পুনরাবৃত্তি ৷ অবশেষে সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের বিরুদ্ধে মুখ খুললেন নরেন্দ্র মোদিও ৷ নাথুরাম গডসে-কে নিয়ে সাধ্বী প্রজ্ঞার মন্তব্যে উঠেছে দেশজোড়া সমালোচনার ঝড় ৷ সাধ্বী প্রজ্ঞার মন্তব্যের বিরুদ্ধে সরব একের পর এক বিজেপি নেতা ৷ এবার মালেগাঁও বিস্ফোরণে অভিযুক্ত ও বিজেপি প্রার্থী প্রজ্ঞার উপর নিজের বিরক্তি, ক্ষোভ লুকোতে পারলেন না প্রধানমন্ত্রী মোদিও ৷ বললেন, ‘সারা জীবন এই মন্তব্যের জন্য মন থেকে সাধ্বী প্রজ্ঞা ঠাকুরকে ক্ষমা করতে পারব না ৷’
একটি সংবাদ চ্যানেলে সাক্ষাৎকার দেওয়ার সময় মোদি বলেন, সাধ্বী প্রজ্ঞা ঠাকুর যা বলেছেন তা একদমই ভ্রান্ত এবং ভুল ৷ গান্ধিজি এবং গডসের সম্বন্ধে তিনি যা মন্তব্য করেছেন তা একদমই ভুল ও পাপ ৷ এর জন্য তাকে কোনওদিন মন থেকে ক্ষমা করা সম্ভব হবে না ৷ এখানেই শেষ নয় মোদি মনে করেন, ‘নাথুরাম গডসেকে দেশপ্রেমিক বলে বাপুকে অপমান করেছেন সাধ্বী প্রজ্ঞা ৷’
ফের বিস্ফোরক মন্তব্য সাধ্বী প্রজ্ঞা ঠাকুরের ৷ মহাত্মা গান্ধির হত্যাকারী নাথুরাম গডসেকে গতকাল একজন দেশ ভক্ত হিসেবে বর্ণনা করেন ভোপালের বিজেপি প্রার্থী মালেগাঁও বিস্ফোরণের অন্যতম অভিযুক্ত সাধ্বী প্রজ্ঞা ৷ এখানেই শেষ নয়, তিনি আরও বলেন, যারা তাঁকে সন্ত্রাসবাদী বলছেন তারা ভোটবাক্সেই উচিত জবাব পাবেন ৷
কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই নরেন্দ্র মোদির মুখে শোনা গিয়েছে মহাত্মা গান্ধির স্তুতি। এমনকি বিজেপিই মহাত্মার আদর্শ ও নীতি পথে চলেছে বলেও দাবি করেন বিজেপি নেতারা। সেই ফানুসটাই যেন ফাটিয়ে দিলেন ভোপালের বিজেপি প্রার্থী। প্রজ্ঞার মন্তব্যে বেকায়দায় বিজেপি ৷
অভিনেতা রাজনীতিবিদ কমল হাসান সম্প্রতি মন্তব্য করেন, নাথুরাম গডসেই স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী ৷ তাঁরই জবাবে ভোপালের বিজেপি প্রার্থী সাধ্বী প্রজ্ঞা বলেন, ‘নাথুরাম গডসে একজন দেশভক্ত এবং তিনি তাই থাকবেন ৷’
সাধ্বী প্রজ্ঞার এই দাবি নিয়ে বিড়ম্বনায় বিজেপি। সোশ্যাল মিডিয়াতেও তীব্র আলোড়নে ক্ষমা চাওয়ার দাবি উঠলেও সেসব রাস্তা দিয়ে হাঁটলেনই না সাধ্বী প্রজ্ঞা ঠাকুর ৷ তবে স্বর নরম করে বললেন, পার্টির কথাই আমার কথা ৷
এতদিন বিষয়টা এড়িয়েই চলছিল গেরুয়া শিবির। সবটাই ভেস্তে দিলেন ভোপালের বিজেপি প্রার্থী। নাথুরাম গডসকে নিয়ে প্রজ্ঞার মন্তব্যের পর তুমুল বিতর্ক। সাধ্বীর মন্তব্যে বিব্রত বিজেপি, আগেই ড্যামেজ কন্ট্রোলে নেমে দাবি করেছে মহাত্মা গান্ধি একজন সম্মানীয় ব্যক্তি ৷ তাঁর ভাবমূর্তি নষ্টের চেষ্টাকে বিজেপি সমর্থন করে না ৷ সাধ্বীর প্রার্থীপদ বাতিলের দাবি কংগ্রেসের ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Godse, Insulting 'Bapu', Naturam Godse, PM Modi Wades Into Godse Row, PM Narendra Modi, Pragya Thakur