দীপাবলিতে কেদারনাথে সেনা-জওয়ানদের সঙ্গে আলোর উৎসবে মেতে উঠবেন মোদি
Last Updated:
#নয়াদিল্লি: দীপাবলি-তে দেশবাসীকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
গত চার বছরের মত এবারও ভারতের সেনা জওয়ানদের সঙ্গেই দিনটা কাটাবেন মোদি ৷ বুধবার সকালে ৯.৪৫ নাগাদ কপ্টারে করে কেদারনাথ পৌঁছবেন প্রধানমন্ত্রী ৷ মন্দিরে পুজো দিয়ে সোজা চলে যাবেন কেদারপুরি প্রজেক্টের কাছে ৷ কেদারপুরি পুনর্নিমাণের কাজ কতদূর কি এগোল ? সেই বিষয়টিই খতিয়ে দেখতে ওই এলাকায় যাবেন তিনি ৷
এরপরই সেনা জওয়ানদেরকে শুভেচ্ছা জানাতে সীমান্ত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷
advertisement
advertisement
দীপাবলির সকালে প্রধানমন্ত্রীকে হিন্দী ভাষায় শুভেচ্ছা জানালন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানইয়াহু ৷ ট্যুইট করে বেনজামিনকে ধন্যবাদও জানান মোদি ৷ পাশাপাশি দিওয়ালির সমস্ত ছবিও তিনি শেয়ার করবেন বেনজামিনের সঙ্গে ৷ সেই প্রতিশ্রুতিও দেন মোদি ৷
Bibi, my friend, thank you so much for the Diwali wishes.
Every year, I visit our border areas and surprise our troops. This year too, will spend Diwali with our brave troops. Spending time with them is special. I will share photos of the same tomorrow evening. :) @netanyahu https://t.co/gnouOA3QGt — Narendra Modi (@narendramodi) November 6, 2018
advertisement
২০১৪ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম দিওয়ালি কাটিয়েছিলেন সিয়াচেন সীমান্তে ৷ এরপর থেকে প্রতি বছরই সীমান্তেই সময় কাটান তিনি ৷ কখনও জম্মু-কাশ্মীর, হিমাচল কিংবা কখনও অমৃতসরে ৷ প্রতি বছরের মত এবারও কেদারনাথে সেনা জওয়ানদের গিয়ে চমক দেবেন মোদি ৷ প্রত্যেককে নিজের হাতে মিষ্টি খাইয়ে দিওয়ালির শুভেচ্ছা জানান তিনি ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 07, 2018 9:57 AM IST